Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/361y1tr
ভোররাতে সুরতের ONGC প্লান্টে বিধ্বংসী আগুন, দেখুন ভিডিয়ো https://ift.tt/3i5XxQR
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক আগুন লাগে গুজরাতের সুরতে, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন-- ONGC-র একটি প্লান্টে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। ONGC সূত্রে খবর, এদিন ভোররাতে তাদের সুরতের প্লান্টে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যার জেরে প্লান্টে আগুন ধরে, তা বিধ্বংসী আকার নেয়। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও পরিষ্কার নয়। বিস্ফোরণের জেরে প্লান্টে ONGC-র কোনও কর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকলের কর্মী-আধিকারিকরা রয়েছেন। আগুন নেভানোর চেষ্টা চলছে। দাহ্য পদার্থের কারণে তীব্র শিখায় জ্বলেছে আগুন। প্লান্টের কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ঘটনার বিশদ এখনও জানা যায়নি। গত বছরের সেপ্টেম্বরের এক ভোরে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নভি মুম্বইয়ের ওএনজিসি প্লান্টে। ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে জানা গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থা ছিল ৩ জনের। সাতসকালে নভি মুম্বইয়ের উড়ান এলাকার ওই প্লান্টে আগুন লেগেছিল। পরপর বিস্ফোরণে দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা করে সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। ওএনজিসি-র নিজস্ব অগ্নিনির্বাপক দল ছাড়াও দমকলের কয়েকটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছিলেন, মৃতদের মধ্যে একজন ওএনজিসি-র কর্মী ও বাকি তিন জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স (CISF)-এর কর্মী। এই ঘটনায় আরও আট জন অগ্নিদগ্ধ হয়েছিলেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/361y1tr
Previous article
Next article

Leave Comments
Post a Comment