'এক ইঞ্চি জমিও ছাড়া হবে না', রাজনাথের সঙ্গে বৈঠকের পরে বিবৃতি চিনের https://ift.tt/3lUskTO - MAS News bengali

'এক ইঞ্চি জমিও ছাড়া হবে না', রাজনাথের সঙ্গে বৈঠকের পরে বিবৃতি চিনের https://ift.tt/3lUskTO

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারত এবং চিনের মধ্যে সীমান্ত বিরোধ ঘিরে চলতি উত্তেজনা হ্রাসের কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বরং গোটা বিষয়ে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বেজিং। শনিবার চিনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তা দু'দেশের সম্পর্ক আরও তলানিতে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ ওই বিবৃতিতে পূর্ব লাদাখে সংঘাতের জন্য 'সম্পূর্ণভাবে' ভারতকে দায়ী করা হয়েছে। শুধু তাই নয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) উত্তজেনা বৃদ্ধির জন্য নয়াদিল্লির দিকে আঙুল তুলেছে বেজিং। বলেছে, এক ইঞ্চি জমিও তারা ছেড়ে দেবে না। মুহূর্তের মধ্যেই চিনের এই প্ররোচনামূলক মন্তব্যের কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'বিশাল সংখ্যক সেনা সমাবেশ, আগ্রাসী আচরণ এবং স্থিতাবস্থা বিঘ্নিত করার মতো কার্যকলাপের মাধ্যমে' শি জিনপিংয়ের দেশ দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করছে। বিবৃতিতে এও মনে কিয়ে দেওয়া হয়েছে, 'সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা সুরক্ষিত রাখতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ'। পাশাপাশি LAC-তে উত্তেজনা প্রশমিত করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য চিনের কাছেও বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী এখন রাশিয়া সফরে গিয়েছেন। গতকাল মস্কোয় চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহে (General Wei Fenghe)-র সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক হয়। বৈঠক শেষে নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করেন 'রক্ষামন্ত্রী' রাজনাথ। তিনি জানান, ২ ঘণ্টা ২০ মিনিট ধরে বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়বস্তু ছিল লাদাখের উত্তেজনা। আরও পড়ুন: গত মে মাসে চিনের লালফৌজ প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। চিনাসেনার এই আগ্রাসী আচরণের জেরে ১৫ জুন রাতে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় দু-দেশের সেনাদের মধ্যে সংঘাত বেধে যায়। রক্তক্ষয়ী এই সংঘাতে ২০ ভারতীয় জওয়ান শহিদ হন। লালফৌজকেও এই সংঘাতের মাশুল দিতে হয়েছে। কিন্তু, গলওয়ানে কত জন চিনা সেনা মারা গিয়েছেন, তা গোপন করে রেখেছে বেজিং। তবে, আন্তর্জাতিক মিডিয়ার দাবি ভারতের প্রায় দ্বিগুণ সেনা মারা গিয়েছে লালফৌজের। গলওয়ানের এই সংঘাতের পর থেকেই দু-দেশের সম্পর্কের অবনতি হয়েছে। লাদাখ সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3589v9F
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads