সাতসকালে জোরালো ভূমিকম্প নেপালে https://ift.tt/3kiRTMw - MAS News bengali

সাতসকালে জোরালো ভূমিকম্প নেপালে https://ift.tt/3kiRTMw

এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার ভোরে জোরদার কম্পন অনুভূত হল নেপালে। অনেকেরই তখন ভালো করে ঘুম কাটেনি। আধোঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের কম্পনে ধড়মড়িয়ে উঠে বসেন। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেলে ৫.৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। যদিও, ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানানো হয়েছে, এদিন ভোরে পূর্ব হয়েছে। ভোর ৫টা বেজে ৪ মিনিট ৭ সেকেন্ডে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্র ছিল ৫.৪। করোনা সংকটের মধ্যে ২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ স্মৃতি ফিরল নেপালে। যদিও পাঁচ বছর আগের সেই ভূমিকম্প ছিল অনেক বেশি শক্তিশালী। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৮। গোটা নেপালকে কাঁপিয়ে দিয়েছিল সেই ভূমিকম্প। দুর্যোগে লন্ডভন্ড অবস্থা হয়েছিল দেশটির। ধ্বংসস্তূপ থেকে প্রায় ৯ হাজার মানুষের দেহ উদ্ধার হয়েছিল। আহতের সংখ্যা ছিল ২২ হাজার। এটা যদিও বেসকারি হিসেব। সরকারি হিসেবও হতাহতের সংখ্যা খুব কম নয়। শুধুমাত্র সরকারি হিসেবেই সেই কম্পনে মৃত্যু হয়েছিল ৭৭৪৯ জনের। আহত ১৭ হাজারের বেশি। মাটি কেঁপে উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন সে সময় জেগে থাকা মানুষেরা। এক লহমায় তাঁদের মনে ফিরে আসে ২০১৫-র ভয়াবহ স্মৃতি। বেশ কিছু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন অবধি এদিনের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর সামনে আসেনি। আরও পড়ুন: ভূমিকম্পের জেরে কাঠমান্ডুর দরবার ক্ষেত্রের অট্টালিকা ও সৌধগুলি ধ্বংসপ্রাপ্ত হয়। ১৮৩২ সালে নির্মিত ধরহরা মিনার ভেঙে পড়লে সেই স্থানেই চাপা পড়ে প্রায় ২০০ জনের মৃত্যু ঘটে। ভারতে সেই ভূমিকম্পের আঁচ লাগলেও নেপালে ক্ষতি হয়েছিল কমপক্ষে ৩ কোটি ডলারের। ১৯৩৪ সালে নেপাল-বিহার ভূমিকম্পের পর থেকে ২০১৫ সালের মতো এমন ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ নেপালে আর হয়নি। আরও পড়ুন: নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারার মাঝখানে লামজুং এলাকায় ছিল ভুমিকম্পটির উৎপত্তিস্থল। নেপাল ছাড়াও সমগ্র উত্তর ভারত, পাকিস্তান ও বাংলাদেশ জুড়ে এই ভূকম্পন অনুভূত হয়েছিল। প্রথম ভূমিকম্পের ৪০ মিনিট পর দ্বিতীয় ও তৃতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে। পাঁচ বছর আগের ওই ভূমিকম্পে ভারতের বিভিন্ন স্থানে অন্তত ৩০ জন এবং বাংলাদেশে কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছিল। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/33vFqyl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads