International News in Bengali
World News Headlines in Bangla
আন্তর্জাতিক News
from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/33ekdsL
নিউ জিল্যান্ডে তিন মাস পর করোনাভাইরাসে প্রথম মৃত্যু https://ift.tt/3h9kjqx

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথম থেকে যে ভাবে করোনাভাইরাসের উপর নিয়ন্ত্রণ রেখেছে, তা অনেকের কাছেই ঈর্ষণীয়। আমেরিকা, ইতালি, স্পেন, ব্রিটেনে যখন রোজ শ'য়ে শ'য়ে লোকে মরছিল, হাজারে হাজারে আক্রান্ত-- নিউ জিল্যান্ডে তখন হাতে গোটা কয়েক জন করোনা রোগী! নিউ জিল্যান্ড যে কারণে দ্রুত তাদের কোভিড-মুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণাও করে দিয়েছিল। কিন্তু, কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বার সেখানে হানা দেয় করোনাভাইরাস। তা-ও কিন্তু ওরা বেসামাল হয়ে পড়েনি। এখনও সীমিত সংখ্যক করোনা রোগী রয়েছে এই দ্বীপরাষ্ট্রে। সেই নিউ জিল্যান্ডে তিন মাসেরও বেশি সময় পরে প্রথম করোনায় কারও মৃত্যু নথিভুক্ত হল। শুক্রবার মধ্যবয়সি এক ব্যক্তি প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন। নিউ জিল্যান্ডের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, ফিরে আসা সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় অকল্যান্ডে ওই ব্যক্তি মারা গিয়েছেন। ভর্তি ছিলেন মিডলমোর হাসপাতালে। অগস্ট থেকে অকল্যান্ডে কোভিডের সংক্রমণ শুরু হয়েছে। তার আগে ১০২ দিন করোনামুক্ত ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি। শুক্রবারের (৪ অগস্ট) এই মৃত্যুর সঙ্গেই এই দ্বীপরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। এর আগে ২৪ মে শেষ কেউ করোনায় মারা যান। দেশটির স্বাস্থ্য প্রধান অ্যাশলে ব্লুমফিল্ড এক বিবৃতিতে বলেন, এই মৃত্যুর খবরে নিউ জিল্যান্ডবাসীর সঙ্গেই ওই ব্যক্তির পরিবারে যে উদ্বেগ বাড়বে, তা অস্বীকার করার উপায় নেই। অকল্যান্ডে গত একমাসে ১৫২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে শুক্রবার তিন জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে অকল্যান্ডে আড়াই সপ্তাহের লকডাউনও করা হয়। রবিবার রাতেই তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু, তার পরেও তিনটি পজিটিভ কেস ধরা পড়ায় চাপ বাড়ছে প্রশাসনে। আরও পড়ুন: আরও পড়ুন: এদিকে, গোটা বিশ্বে করোনায় আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৬৭ লক্ষ ৮৩ হাজার ২১৮। মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ৭১০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৮ লক্ষ ৯২ হাজার ৬৯৯ জন। করোনা সংক্রমণে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। ভারতে আক্রান্ত বেড়ে হয়েছে ৪০ লক্ষ ২০ হাজার ২৩৯। সেখানে ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত ৪০ লক্ষ ৯১ হাজার ৮০১ জন। আর কয়েক ঘণ্টার মধ্যে সংক্রমণে ব্রাজিলকে পিছনে ফেলবে ভারত। তবে, করোনায় মৃত্যুহার ব্রাজিলের তুলনায় অনেক কম ভারতের। ভারতে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৬৩৫ জনের। ব্রাজিলে মারা গিয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৫৮৪ জন। আমেরিকায় কোভিডে মৃত্যু ২ লক্ষ ছুঁইছুঁই। ১ লক্ষ ৯২ হাজার ১১১ জন মারা গিয়েছেন। আক্রান্ত ৬৩ লক্ষ ৮৯ হাজার ৫৭ জন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/33ekdsL
Previous article
Next article
Leave Comments
Post a Comment