Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cawIJF
৩৭০ অনুচ্ছেদ বাতিলে কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘটনা কমেছে ৫৪% https://ift.tt/2RFuw3j
এই সময় ডিজিটাল ডেস্ক: সংবিধানের বাতিল করে, জম্মু-কাশ্মীরের বিশেষ ক্ষমতা খর্ব করায়, আখেরে লাভই হয়েছে উপত্যকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২০) দাবি করা হয়, বিগত বছরগুলির তুলনায় অর্ধেকে নেমে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘটনা ৫২% কমেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি রাজ্য সভায় জানান, ২০১৯ সালের ৫ অগস্ট থেকে ২০২০ সালের ৯ সেপ্টেম্বরের মধ্যে জঙ্গি সম্পর্কিত ঘটনা ঘটেছে ২১১টি। ২০১৮ ও ২০১৯-এর ওই একই সময়ে জঙ্গি সম্পর্কিত ঘটনা ঘটেছিল ৪৫৫টি। মন্ত্রী জানান, ৫ অগস্ট, ২০১৯ থেকে ৯ সেপ্টেম্বর, ২০২০ সালের মধ্যে বড় কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। ২০১৯ সালের ৫ অগস্ট সংসদে দাঁড়িয়ে অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫এ বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরকে ভেঙে দু-টুকরো করেন। লাদাখকে থেকে বিচ্ছিন্ন করে, দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেন। রেড্ডির কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার কোনওরকম সহানুভূতি দেখাবে না। এ ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে কেন্দ্র। আধুনিক সুরক্ষা যন্ত্রপাতির উপর জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে উপত্যকায় লাগাতার বিভিন্ন এলাকা ঘিরে জঙ্গিখোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জঙ্গি সংগঠনগুলির তরফে দেওয়া যে চ্যালেঞ্জের মোকাবিলা করছে বাহিনী। জঙ্গিদের যারা সাহায্য করেছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। জম্মু-কাশ্মীরে পাকজঙ্গি অনুপ্রবেশের বিশদও তিনি জানিয়েছেন। আরও পড়ুন: ২০২০ সালের জুলাই পর্যন্ত ৪৭ বার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। ২০১৯ ও ২০১৮ সালে একই সময়ে যথাক্রমে ২১৯ ও ৩২৮ বার অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। ২০২০-র জুলাই পর্যন্ত অনুপ্রবেশের ঘটনা ২৮টি। ২০১৯ ও ২০১৮ সালে যথাক্রমে ১৪১ ও ১৪৩। মন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরে জঙ্গি-সম্পর্কিত ঘটনায় ৪৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ৪৯ জন শহিদ হন। আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের জন্য মোদীর ৮০,০৬৮ কোটি প্যাকেজের কথাও উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রাস্তা, বিদ্যুত্, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে ৬৩টি বড় প্রকল্পের জন্য এই টাকা অনুমোদন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য এইমসের দু'টি হাসপাতাল, আইআইটি, আইআইএম এবং পর্যটন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প। কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর মতো দেশের দক্ষিণের রাজ্যগুলিতে আইএস অত্যন্ত সক্রিয় বলেও উল্লেখ করেছেন রেড্ডি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cawIJF
Previous article
Next article

Leave Comments
Post a Comment