Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gGUA8u
ফিউচারের বিগ-বাজার এ বার মুকেশের হাতে https://ift.tt/3jscm13

এই সময় ডিজিটাল ডেস্ক: বাজারে কিছু দিন ধরেই খবরটা শোনা যাচ্ছিল। সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল। কিশোর বিয়ানির () অধিগ্রহণের কথা শনিবার ঘোষণা করে, খুচরো ও পাইকারি ব্যবসায় ফের বড় ধামাকা দিল ইন্ডাস্ট্রিজ ()। চুক্তি অনুযায়ী, ২৪ হাজার ৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গোষ্ঠীর খুচরো ও পাইকারি ব্যবসার পাশাপাশি পণ্য পরিবহণ ও গুদামের ব্যবসার রাশ রিলায়েন্সের হাতে আসবে। বাণিজ্যমহলের ধারণা, এই অধিগ্রহণের ফলে টেলিকমের মতোই দেশের খুচরো ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে। জেফ বেওজের সংস্থা অ্যামাজনের সঙ্গে লড়াইয়ে রিলায়েন্সকে অনেকটাই এগিয়ে দেবে এই পদক্ষেপ । প্যান্টালুন্স ও বিগ বাজারের মতো ব্র্যান্ডের সৌজন্যে ভারতের খুচরো বিপণি মানচিত্র বদল এনেছিল কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী। প্যান্টালুন্স আগেই আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে গিয়েছে। এ বার রিলায়ান্সের শাখা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের কাছে বিক্রি হচ্ছে ব্র্যান্ড ফ্যাক্টরি, এফবিবির মতো ফ্যাশন এবং বিগ বাজার, ইজি ডে-র মতো দৈনন্দিন পণ্যের বিপণির ব্র্যান্ড। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের কর্ণধার, মুকেশের মেয়ে ঈশা আম্বানি এদিন বলেন, 'এই অধিগ্রহণের মাধ্যমে আমরা ফিউচার গোষ্ঠীর মতো নামী ব্র্যান্ডকে ঘর দিচ্ছি। একই সঙ্গে ফিউচার গোষ্ঠী তাদের নিজস্ব ব্যবসায়িক পরিকাঠামো চালু রাখতে পারবে। আমরা মনে করি, আমাদের এই যৌথ সক্রিয়তা বিকাশের পথকে আরও প্রশস্ত করবে। যাতে আমরা আমাদের ছোট পুঁজির ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সকলকেই সঙ্গে নিয়ে এগোতে পারি।' এই অধিগ্রহণের পর আরও কয়েক'শো কোটি টাকা এই সংস্থায় রিলায়েন্স বিনিয়োগ করবে বলে এদিন জানানো হয়েছে। এদিন দুই সংস্থার যৌথ বিবৃতি বলা হয়, ফিউচারের ব্যবসা কিনতে মোট ২৪,৭১৩ কোটি টাকা ঢালবে মুকেশের অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। ভবিষ্যতে আরও ১৬০০ কোটি লগ্নির পথও খোলা রাখছে রিলায়েন্স। তবে, ফিউচার গোষ্ঠীতে অ্যামাজনেরও যে ১.৩% অংশীদারি রয়েছে, তার কী হবে, সে বিষয়ে কেউই মুখ খোলেনি। গত বছরই এই শেয়ার কিনেছিল অ্যামাজন। আরও পড়ুন: চুক্তি অনুযায়ী, মুকেশ অম্বানির হাতে আসবে ফিউচার রিটেলের ১৫৫০টি ও ফিউচার লাইফস্টাইল ফ্যাশনের ৩৫৪টি বিপণি। হাতে পাবেন বিগ বাজার, ব্র্যান্ড ফ্যাক্টরি, এফবিবি, ইজি-ডে, হেরিটেজ ফ্রেশ, ডব্লিউএইচ-স্মিথ। রিলায়েন্সের এই লগ্নির টাকায় বাজারের ধার মেটাবে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী। তবে, ফিউচারের বিমা ও আর্থিক পরিষেবা ব্যবসা এই চুক্তির আওতায় নেই। আরও পড়ুন: করোনা সংকটের ধাক্কায় দীর্ঘ দিন ধরে বিপণি বন্ধ থাকায় ধাক্কা খায় ফিউচারের ব্যবসা। এই অবস্থায় গাঁটছড়া হওয়ারই ছিল বলে মত বাণিজ্যমহলের। করোনা ও অর্থনীতির সমস্যার কথা উঠে এসেছে বিয়ানির কথাতেও। তিনি জানিয়েছেন, 'এই পুনর্গঠন সমস্যা সমাধানে সাহায্য করবে।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gGUA8u
Previous article
Next article
Leave Comments
Post a Comment