Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/xHavBzY
লাদাখ নিয়ে কেন্দ্রের আশ্বাস, অনশন তুললেন বাস্তবের 'ব়্যাঞ্চো' https://ift.tt/UVuBdYt
কেন্দ্রের তরফে আশ্বাস পাওয়ায় অনশন প্রত্যাহার করলেন পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। তাঁর অন্য সঙ্গীরাও সোমবার অনশন তুলে নিয়েছেন। ডিসেম্বর থেকে লাদাখ-সংক্রান্ত দাবিগুলো নিয়ে আলোচনা শুরু হবে, এমন আশ্বাস পেয়েই তুলে নেওয়া হয়েছে অনশন, খবর সংবাদ সংস্থা সূত্রের। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখের জয়েন্ট সেক্রেটারি প্রশান্ত লোখান্ডে এবং তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করেন। ৬ অক্টোবর থেকে দিল্লির লাদাখ ভবনের বাইরে অনশন-আন্দোলন করছিলেন তাঁরা। সোমবার তাঁদের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি চিঠি আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হয়। সংবাদ সংস্থা সূত্রের খবর, মন্ত্রকের উচ্চ-ক্ষমতা সম্পন্ন কমিটি ডিসেম্বরের প্রথমেই আলোচনায় বসবে। এরপরেই সোনম ওয়াংচুক এবং তাঁর সঙ্গীরা অনশন তুলে নেন।লাদাখ সংক্রান্ত একাধিক দাবি নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন বাস্তবের 'ব়্যাঞ্চো' সোনম ওয়াংচুক। এই মাসেই পদযাত্রা করে দিল্লি এসেছেন সোনম এবং তাঁর সঙ্গীরা। এর আগে দিল্লির সিঙ্ঘু সীমানায় তাঁদের আটক করেছিল দিল্লি পুলিশ। পরে লাদাখ ভবনের বাইরে অনশনে বসার সময়ে তাঁদের আটক করে দিল্লি পুলিশ। যদিও পরে ছেড়ে দেওয়া হয়। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা, অটোনমাস কাউন্সিল তৈরি, আলাদা রাজ্যের মর্যাদা-সহ একাধিক দাবিতে অনশন- আন্দোলন চালিয়ে এসেছেন সোনম ওয়াংচুকেরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বৈঠকের আশ্বাস পেয়ে আপাতত অনশন তোলা হল তাঁদের তরফে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/xHavBzY
Previous article
Next article
Leave Comments
Post a Comment