Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/uYwDIe0
আধার বয়সের প্রমাণপত্র নয়, জানাল সুপ্রিম কোর্ট https://ift.tt/rXQocP9
নয়াদিল্লি: আধার কার্ড নয়— সাফ জানাল সুপ্রিম কোর্ট। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দায়ের হওয়া একটি পথদুর্ঘটনার মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। একটি পথদুর্ঘটনার জরিমানা সংক্রান্ত মামলা দায়ের হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। সেখানে মৃতের বয়সের প্রমাণপত্র হিসেবে দেখানো হয় আধার কার্ডে থাকা জন্মতারিখ এবং সাল। তার ভিত্তিতে ক্ষতিপূরণ ধার্য হয়। সেই তথ্যের ভিত্তিতে ১৯.৩৫ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়। যদিও রোহতকের মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনাল মৃতের বয়সের হিসেব করে স্কুল লিভিং সার্টিফিকেটের ভিত্তিতে। এতে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ৯.২২ লক্ষে। এ নিয়ে মামলা দায়ের হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। সেখানে অবশ্য মেনে নেওয়া হয় অনুযায়ী জন্মের সাল, তারিখ। এর বিরুদ্ধে মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গণ্য হতে পারে। তবে সেটি কোনও ভাবেই বয়সের প্রমাণপত্র নয়। বয়সের অন্যতম প্রমাণপত্র স্কুল লিভিং সার্টিফিকেট। এই মামলায় স্কুল লিভিং সার্টিফিকেটের ভিত্তিতেই বয়স গণ্য করতে হবে। আধারের ভিত্তিতে নয়।ওই মামলার ক্ষেত্রেও বিভ্রাটের অন্যতম কারণ বয়সের ফারাক হিসেবেই মনে করেছে দুই বিচারপতির বেঞ্চ। কারণ আধার কার্ড অনুযায়ী মৃতের বয়স হচ্ছিল ৪৭ বছর। স্কুল লিভিং সার্টিফিকেটের ভিত্তিতে তা দাঁড়ায় ৪৫ বছরে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/uYwDIe0
Previous article
Next article
Leave Comments
Post a Comment