সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত ভোটের আগে শিন্ডের শিব সেনায় https://ift.tt/M2eGICo - MAS News bengali

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত ভোটের আগে শিন্ডের শিব সেনায় https://ift.tt/M2eGICo

দোরগোড়ায় মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিব সেনা শিবিরে যোগ দিলেন সাংবাদিক খুনে অন্যতম অভিযুক্ত। এ দিন মহারাষ্ট্রের জানলায় শিন্ডের শিব সেনায় যোগ দেন শ্রীকান্ত পানগারকার। ২০১৭ সালের সেপ্টেম্বরে সাংবাদিক গৌরী লঙ্কেশকে বেঙ্গালুরুতে তাঁর বাড়ির ঠিক বাইরে গুলি করে খুন করা হয়েছিল। ওই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। ওই ঘটনারই তদন্তে ২০১৮ সালে পানগারকারকে গ্রেপ্তার করা হয়। তারপরেই কর্নাটক হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অবিভক্ত শিব সেনার কাউন্সিলর ছিলেন তিনি। পরে একটি দক্ষিণপন্থী হিন্দু সংগঠনে যোগ দেন পানগারকার। শুক্রবার একনাথ শিন্ডের শিব সেনার অন্যতম নেতা এবং প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারের উপস্থিতিতে দলে যোগ দেন শ্রীকান্ত পানগারকার। তাঁকে জালনা বিধানসভার ভোট প্রচারের দায়িত্বে আনা হয়েছে বলে জানানো হয়েছে দলের তরফে। শ্রীকান্ত ওই বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান বলেও জানিয়েছেন অর্জুন। ২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোটগ্রহণ। তার আগে একনাথ শিন্ডের শিব সেনা, বিজেপি এবং অজিত পওয়ারের এনসিপির মধ্যে আসনরফা নিয়ে আলোচনা চলছে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/6ifvrMy

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads