Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/mRfYWVF
কন্ট্রোল রুমের স্ক্রিনে সতর্ক চোখ, 'দানা'র ল্যান্ডফলের প্রাক-মুহূর্তে মুখ্যমন্ত্রী https://ift.tt/GtdcuPE
'দানা'র গতিবিধির উপর নজর রাখতে নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা থেকেই কন্ট্রোল রুমে নজর ছিল তাঁর। জায়ান্ট স্ক্রিনে নজর রাখছেন ঘূর্ণিঝড়ের সাম্প্রতিক অবস্থানের উপর।নবান্নের কন্ট্রোল রুমে আছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। উপস্থিত রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাক্তন অধিকর্তা গোকুল চন্দ্র দেবনাথও। প্রতি মুহূর্তের আপডেট নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ২ লাখ ১১ হাজার ২৩৪ জনকে বর্তমানে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মোট ১২২৭টি রিলিফ ক্যাম্প করা হয়েছে। ঝড়ের প্রকোপ শেষ হলেও সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকার মানুষকে বাড়ি না ফেরার জন্য অনুরোধ জানান তিনি। বিপদ না কাটা পর্যন্ত রিলিফ ক্যাম্পে সবরকম ব্যবস্থা থাকছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এ দিন সমাজমাধ্যমে বলেন, 'আমার রাজ্যবাসী যখনই কোনও বিপদের সম্মুখীন হয়েছে, আমি দিবারাত্রি তাদের পাশে থেকেছি। এবারও তার পরিবর্তন হয়নি। আজ নবান্নে, রাজ্যের এমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পর্যবেক্ষণ করছি। আমাদের সরকার, প্রশাসন এবং সর্বস্তরের জনপ্রতিনিধিরা সর্বদা আপনাদের সেবায় প্রস্তুত। ইতিমধ্যেই আমরা যা যা করণীয় সব করেছি। আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। সতর্ক থাকুন। আমরা আছি সর্বক্ষণ আপনাদের রক্ষার্থে।’ আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, ওডিশার ধামারা থেকে ৮০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়। পারাদীপ থেকে ৬০ কিমি দূরে রয়েছে ‘দানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ‘ল্যান্ডফল’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/mRfYWVF
Previous article
Next article
Leave Comments
Post a Comment