পুতিন-রঙ্গে ‘হা হা হা’ বন্ধু মোদীর https://ift.tt/b4to9WI - MAS News bengali

পুতিন-রঙ্গে ‘হা হা হা’ বন্ধু মোদীর https://ift.tt/b4to9WI

এই সময়: পিনপতনের নৈঃশব্দ গুরুগম্ভীর বৈঠকে! ‘দুর্বোধ্য’ ভাষায় কী যেন একটা বললেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাঁকে উদ্দেশ করা বলা, তিনি চুপ। টেবিলের এক দিকে সাপর্ষদ বসে গম্ভীর মুখেই অনুবাদের জন্য অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক সেকেন্ডের বিরতি। অনুবাদিকা সবে হিন্দিতে পুতিনকে কপি করতে শুরু করেছেন। থামিয়ে দিলেন পুতিন স্বয়ং। মোদীর দিকে ধেয়ে এল আবার একখানা ভয়ঙ্কর ‘রাশিয়ান বোমা’। তবে এ বারের সংলাপে যেন ভ্লাদিমির ওষ্ঠে তির্যক হাসি খেলে গেল। মোদী ফের ওয়েটিং লিস্টে — অনুবাদের অপেক্ষায়। কিন্তু যা শুনলেন, তার জন্য যেন একেবারেই প্রস্তুত ছিলেন না। অনুবাদিকা ইমোশন সহযোগেই বুঝিয়ে দিলেন পুতিনের সংলাপ— ‘না, মানে আমি ভেবেছিলাম আমাদের মধ্যে যা সম্পর্ক, তাতে বুঝি আপনার অনুবাদ লাগবে না।’ পুতিন-রঙ্গে হা হা হা হাসিতে ফেটে পড়েন মোদী। রাশিয়ার মাটিতে পা-দিয়েই উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন মোদী। কাজ়ানে মোদী-পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকের এমন এক অনাবিল আবহে আরও এক বার স্পষ্ট হয়ে গেল দুই রাষ্ট্রনেতার সুসম্পর্ক। মোদী নিজেও অবশ্য বললেন পরে — ‘গত তিন মাসে এই যে আমি যে দু’বার রাশিয়ায় এলাম, এতেই আমাদের ঘনিষ্ঠ ও গভীর বন্ধুত্ব প্রমাণ হয়ে যায়।’তবে নেহাত সম্পর্ক ঝালিয়ে নেওয়া নয়, ব্রিকস সামিট উদ্বোধনের আগে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও মুখ খোলেন মোদী। হিন্দিতেই বলেন, ‘আগে যেমনটা বলেছি, এ বারও তাই বলব। একমাত্র শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার সমাধান করা যাবে বলে বিশ্বাস করি আমরা। যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার পক্ষে আমরা। মনুষ্যত্ব, মানবিকতাকে বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে ভারত। আগামী দিনেও তাই করব।’ অনুবাদিকার মাধ্যমে শুনলেন পুতিন। শুনলেন তো?


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/NrbXah0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads