ভারতের জয়ের 'টার্নিং পয়েন্ট', শ্রীলঙ্কার মুখের গ্রাস কাড়ল টিম ইন্ডিয়া https://ift.tt/nIx5tJp - MAS News bengali

ভারতের জয়ের 'টার্নিং পয়েন্ট', শ্রীলঙ্কার মুখের গ্রাস কাড়ল টিম ইন্ডিয়া https://ift.tt/nIx5tJp

শ্রীলঙ্কা সফরের শুরুটা বেশ ভালোই করল ভারতীয় ক্রিকেট দল। শনিবার পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারত ৪৩ রানে জয়লাভ করেছে। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান করছিল। এই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররাও যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স করে। একটা সময় তো মনে হচ্ছিল যে ভারত এই ম্যাচটা হেরেই যাবে। কিন্তু, লঙ্কা ইনিংসের ১৫ ওভারে টিম ইন্ডিয়া এমন কামব্যাক করল যে শ্রীলঙ্কার নিশ্চিত জয় তারা কার্যত কেড়ে নিল।

ভারতের জয়ের টার্নিং পয়েন্ট

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের জয়ের পিছনে টার্নিং পয়েন্ট অবশ্যই পাথুম নিশঙ্কার উইকেট। এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমে নিশঙ্কা ১৫ ওভার পর্যন্ত ধামাকাদার ব্যাটিং করলেন। ভারতীয় বোলারদের তিনি কার্যত কচুকাটা করছিলেন। কুশল মেন্ডিসের সঙ্গে অনবদ্য একটি ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। এই দুই ব্যাটার একসঙ্গে ৮.৪ ওভারে ৮৪ রান তুলে ফেলে। যদিও কুশল শেষপর্যন্ত আর্শদীপ সিংয়ের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মেন্ডিস প্যাভিলিয়নে ফেরার পর ভারতীয় শিবিরে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইতে শুরু করে। কিন্তু, নিশঙ্কার ব্যাটিং ধামাকা তখনও অব্যাহত ছিল।

সাফল্য এনে দিলেন অক্ষর প্যাটেল

১৫ ওভার পর্যন্ত নিশঙ্কা ব্যাট হাতে ঝড় তুলে দিয়েছিলেন। কিন্তু, এই ওভারের প্রথম বলেই টিম ইন্ডিয়া তাঁর উইকেট তুলে নেয়। অক্ষর প্যাটেল একেবারে সঠিক লাইন এবং লেংথে বল করেছিলেন। নিশঙ্কা রুম তৈরি করে বলটা খেলতে যান। কিন্তু, তিনি ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। শেষপর্যন্ত বোল্ড হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।নিশঙ্কা আউট হতেই ভারতীয় শিবিরে খুশির হাওয়া বইতে শুরু করে। শ্রীলঙ্কার এই ওপেনার ৪৮ বলে সাতটি বাউন্ডারি এবং চারটে ছক্কা হাঁকিয়ে মোট ৭৯ রান করেন। এরপর ভারতীয় বোলাররা একের পর এক উইকেট শিকার করে এই ম্যাচে কামব্যাক করেন। কুশল পেরেরা ২০, কামিন্দু মেন্ডিস ১২, দাসুন শনকা এবং অধিনায়ক চরিথ আশালঙ্কা ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এছাড়া ওয়ানিন্দু হাসারঙ্গা ২, মাহেশ থিক্ষণা ২ এবং মাথিশা পাথিরানা ৬ রান করে আউট হয়ে যান।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/u9H02bR

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads