Ajker Bangla Khabar
Bangla News
Bengali Khabar
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/9VcfKvX
বড় টার্গেট RCB-র, প্লেঅফে যেতে কত রানে আটকাতে হবে CSK-কে? https://ift.tt/yaBNsk0
মহেন্দ্র সিং ধোনি খেলতে নামা মানে সেই স্টেডিয়াম পুরো CSK-র পক্ষে হয়ে যায়। কিন্তু চিন্নস্বামী ক্ষেত্রে সেটা আলাদা। এখানে যেমন হলুদ জার্সির ভিড়, তেমনই নীল লাল জার্সির ভিড়। ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও সমর্থকরা স্টেডিয়ামে ভিড় করেছেন। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন CSK অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আর প্রথমে ব্যাট করতে নেমে RCB করল ২১৮ রান। এই ম্যাচটা RCB-র কাছে সহজ নয়। কারণ তাদের এই ম্যাচটা জিতলেই হবে না। তাদের ১৮ রানে জিততে হবে। যদি তারা প্রথমে বল করত ও রান তাড়া করত সেক্ষেত্রে তাদের ১১ বল বাকি থাকতে রান করে ফেলতে হতো। তারা যেহেতু রান তাড়া করছে না তাই তাদের এবার ম্যাচ জেতার দিকে যেমন নজর দিতে হবে তেমনই তাদের রানের দিকেও নজর দিতে হবে। হিসেবটা কী? RCB-কে প্লেঅফে যেতে গেলে CSK-কে ১৮ রানে কম করে হারাতে হবে। ১৭ রানে যদি হারায় তাহলে নেট রান রেটে তারা পিছিয়ে পড়বে ও প্লেঅফে প্রবেশ করতে পারবে না। ১৮ রান বা তার বেশি রানে হারাতে হবে। যেহেতু তারা প্রথমে ব্যাট করে ২১৮ রান করল। তাই তাদের চেষ্টা করতে হবে CSK-কে ২০০ রানের মধ্যে আটকে দিতে। তাহলেই RCB ১৮ রানে জিতবে এবং এর পাশাপাশি পরের রাউন্ডে যেতে পারবে। এদিন ব্যাট হাতে RCB-র হয়ে ভালো শুরু করেন বিরাট কোহলি। তিনি অবশ্য ৪৭ রানের বেশি করতে পারেননি। ফাফ ডু প্লেসি ৫৪ রান করেন। রজত পতিদার ৪১ রান করেন। তিনি দ্রুত রান করার চেষ্টা করেও ব্যর্থ হন। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে বসেন। দীনেশ কার্তিক তাঁর সম্ভাব্য শেষ ম্যাচে বড় ইনিংস খেলতে পারলেন না। তিনি ১৪ রান করেন। শেষ পর্যন্ত টিকে থেকে ক্যামেরন গ্রিন একটা বড় ইনিংস খেলেন। তিনি ১৭ বলে ৩৮ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল পাঁচ বলে ১৬ রান করেন।প্রথম ইনিংসটা বৃষ্টির জন্য ১৫ মিনিট বন্ধ থাকলেও সেটা ম্যাচে প্রভাব ফেলতে পারেনি। পুরো ইনিংসটাই ভালোভাবে এগোয়। এবং RCB ধীরে শুরু করেও রজত পতিদার, ক্যামেরন গ্রিনরা দ্রুত রান করে দলকে ২১৮ তে নিয়ে যান।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/9VcfKvX
Previous article
Next article
Leave Comments
Post a Comment