Ajker Bangla Khabar
Bangla News
Bengali Khabar
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/Bz8JeTN
LIVE: রচনা-কল্যাণ-অর্জুনদের পরীক্ষা আজ, বঙ্গে ভোটের মহারণ https://ift.tt/QUniH0P
সোমবার বাংলাতে পঞ্চম দফার নির্বাচন। এদিন সাতটি কেন্দ্র ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া ও উলুবেড়িয়াতে ভোট। পঞ্চম দফার নির্বাচনের জন্য রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৮০৪ কোম্পানি। এর মধ্যে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে সাতটি কেন্দ্রে ভোটের কাজে এদিন ব্যবহার করা হতে পারে জানা যাচ্ছে। এই সাতটি কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এদিন একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা। হুগলিতে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। এই বার সেখানে তৃণমূলের প্রার্থী 'দিদি নং ১' রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো প্রচারের সময় মাটি কামড়ে পড়েছিলেন। অন্যদিকে, সংশ্লিষ্ট কেন্দ্র থেকে এবারেও বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। তাঁদের ভোট ফাইট দেখার জন্য মুখিয়ে গোটা রাজ্য। অন্যদিকে, ব্যারাকপুর লোকসভা থেকে বিজেপি প্রার্থী করেছে অর্জুন সিংকে। লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তিনি বিজেপিতে ফিরে গিয়েছিলেন। কিন্তু, তারপরেও বেশ মসৃণ গতিতেই অর্জুন সিং বিজেপির টিকিট পান বলা চলে। শ্রীরামপুরে কল্যাণ বনাম দীপ্সিতার লড়াইও বেশ জমজমাট। সবমিলিয়ে পঞ্চম দফায় রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/Bz8JeTN
Previous article
Next article
Leave Comments
Post a Comment