আমিরের পূর্বপুরুষের কাছে গোহারা হার SRK-এর বাবার? https://ift.tt/yIglQvG - MAS News bengali

আমিরের পূর্বপুরুষের কাছে গোহারা হার SRK-এর বাবার? https://ift.tt/yIglQvG

এই সময়: বছর ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানকে। কোনও কারণ ছাড়াই! নেপথ্যে, পাকিস্তানের সাধারণ নির্বাচন। কেন তাঁর খুড়তুতো বোন পাকিস্তানের ভোটে দাঁড়াচ্ছেন, সেই প্রশ্ন বিস্তর গালমন্দ শুনতে হয় শাহরুখকে। কিং খানের 'পাকিস্তান প্রীতি' নিয়েও শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি। এমনকী, শাহরুখকে 'পাকিস্তানে পাঠানোর' তোড়জোড়ও শুরু করে দেয় উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ। শেষমেশ যদিও শারীরিক কারণেই ভোট থেকে সরে দাঁড়ান শাহরুখের তুতো বোন নূরজাহান। ২০২০-তে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাও যান তিনি। সেই চ্যাপ্টার মোটামুটি ক্লোজ়ড। তবে এ বার ভারতের লোকসভা ভোটের মুখে ফের খবরের শিরোনামে শাহরুখ খান। নেপথ্যে, 'হেরিটেজ টাইমস' নামের একটি ওয়েবসাইট। সেখানে দাবি করা হয়েছে, ভোটের দৌড়ে নেমেছিলেন শাহরুখের বাবাও!তবে পাকিস্তান নয়, ভারতের লোকসভা ভোটে। গুড়গাঁও তখন হরিয়ানা নয়, পাঞ্জাবের লোকসভা কেন্দ্র। ১৯৫৭ সালের ভোটে সেই আসন থেকেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মীর তাজ মহম্মদ। রেজ়াল্ট? ইলেকশন কমিশনের ওয়েবসাইটও বলছে- একটাও ভোট পাননি তাজ মহম্মদ। গোহারা হেরেছিলেন কংগ্রেসের ডাকসাইটে নেতা মৌলানা আবুল কালাম আজ়াদের কাছে। মৌলানা আজ়াদ পেয়েছিলেন প্রায় দু'লক্ষ ভোট। ঘটনাচক্রে আবার মৌলানা আজ়াদেরই বংশধর!দেশের দ্বিতীয় লোকসভা ভোটের প্রার্থী এই তাজ মহম্মদই শাহরুখের বাবা কি না, 'এই সময়' তা যাচাই করেনি। 'স্বাধীনতা সংগ্রামী' বাবাকে নিয়ে মুখ খুললেও 'ভোটপ্রার্থী' বাবাকে নিয়ে সে ভাবে কখনও কিছু বললেনি অভিনেতা নিজেও। আমিরের তরফেও কোট কিছু নেই। তবে 'হেরিটেজ টাইমস'-এর ওই খবর আগেও বহুবার রিটুইট করেছেন বলিউডের অনেকে। যাঁদের মধ্যে রয়েছেন, এ বারের মান্ডি লোকসভা কেন্দ্রে বিজেপির অভিনেত্রী-প্রার্থী কঙ্গনা রানাউতও। তাৎপর্যপূর্ণ ভাবে, শাহরুখ কিন্তু এই 'ভোটের গল্প' কখনও অস্বীকারও করেননি।শাহরুখের বয়স তখন মাত্র ১৫, ক্যান্সারে ভুগে মারা যান বাবা তাজ মহম্মদ। আদতে পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা ছিলেন তাজ। সেখান থেকেই অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্‌ফর খানের টিমে ছিলেন তাজ মহম্মদ। সাতচল্লিশে দেশভাগের পরে দিল্লিতে চলে আসেন তাজ। কংগ্রেসের একাধিক সূত্রের দাবি, বরাবরই কংগ্রেস ঘনিষ্ঠ ছিলেন তাজ। কিন্তু শোনা যায়, সাতান্নর ভোটে কংগ্রেসের তরফে টিকিট না-পেয়েই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাজ। তবে একটিও ভোট কেন পাননি, তা স্পষ্ট নয়। তিনি নিজেও কি নিজেকে ভোট দেননি- শাহরুখের বাবা হোন বা অন্য কেউ, জ়িরো ভোট পাওয়া প্রার্থীকে ঘিরে প্রশ্নটার মীমাংসা হয়নি আজও।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/we9Dmhz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads