অভিষেক ম্যাচেই বাজিমাত, চিনে নিন হায়দরাবাদের নতুন অলরাউন্ডারকে https://ift.tt/v0nrixa - MAS News bengali

অভিষেক ম্যাচেই বাজিমাত, চিনে নিন হায়দরাবাদের নতুন অলরাউন্ডারকে https://ift.tt/v0nrixa

IPL-এ ২৩ তম ম্যাচে পঞ্জাব কিংসের ঘরের মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচটা অন্যতম সেরা ম্যাচ হয়েছে। ম্যাচের সেরা হয়েছেন নীতীশ কুমার রেড্ডি। পঞ্জাবের ঘরের মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছে নিজামরা। লড়াইটা সহজ না হলেও শেষ পর্যন্ত সানরাইজার্সের বোলাররা লড়তে পেরেছেন ভালো রান হাতে থাকার জন্য আর সেটা সম্ভব হয়েছে নীতীশ কুমার রেড্ডির জন্য। IPL-এর আগে ঘরোয়া ক্রিকেট বাদে সেভাবে পরিচিত ছিলেন না। এই উইকেটকিপার ব্যাটার ২০২৩ সালে IPL খেললেও মাত্র দুটো ম্যাচে সুযোগ পেয়েছিলেন, কিন্তু ব্যাট করতে পারেননি। এবার তিনি প্রথম নামলেন ব্যাট হাতে আর প্রথম নেমেই প্রমাণ করলেন নিজেকে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব। এরপর প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে সানরাইজার্স। তাদের পঞ্জাবকে ১৮৩ রানের টার্গেট দেয়। একটা সময় হায়দরাবাদের ব্যাটিংয়ে হোঁচট খেলেও নীতীশ কুমার রেড্ডি ক্রিজে এসে দারুণ এক ইনিংস খেলে দলের স্কোর ১৮০-তে নিয়ে যান।কে এই নীতীশ কুমার রেড্ডি?সানরাইজার্স হায়দরাবাদ এবার পেয়েছে এই নতুন তারকাকে। অন্ধ্রপ্রদেশের ২০ বছরের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি। এবার হায়দরাবাদে এসে আত্মবিশ্বাসী। তাঁর উপর আস্থা রেখেছে হায়দরাবাদ আর তিনিও সেটা বজায় রেখেছেন। নীতীশ দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ভালো বোলিংও করেন।ওপেনার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন নীতীশ। তবে ২০১৮-১৯ মরশুমে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট থেকে তিন নম্বরে ব্যাটিং করা শুরু করেন। ২০১৭-১৮ মরশুমে BCCI-এর বার্ষিক পুরস্কার পেয়েছিলেন তিনি। রেকর্ড করেছিলেন। ১৫ বছর বয়সে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে জগমোহন ডালমিয়া ট্রফি জিতেছিলেন।আইপিএলের প্রথম হাফসেঞ্চুরি করলেন নীতীশ কুমারসানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন নীতীশ কুমার রেড্ডি। ব্যাট করতে নেমে ৩৭ বলে ৬১ রান করেন নীতীশ। নিজের ইনিংস চলাকালীন রেড্ডি ৪টি চার ও ৫টি দুর্দান্ত ছক্কা মারেন। আইপিএলে এটাই নীতীশের প্রথম হাফ সেঞ্চুরি।আপনাদের জানিয়ে রাখি, আইপিএল ২০২৪ নিলামের সময় হায়দরাবাদ তাকে ২০ লাখ টাকার নূন্যতম দাম নিয়েছিল। রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন নীতীশ। এই টুর্নামেন্টে নীতীশের নামে ছিল ২৫ উইকেট। যার পর নিলামে তাঁর উপর বাজি ধরে হায়দরাবাদ।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/waob9iD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads