বিশ্বকাপে আদৌ খেলবেন বিরাট? বড়সড় ইঙ্গিত অজিত আগরকরের https://ift.tt/UylOTc0 - MAS News bengali

বিশ্বকাপে আদৌ খেলবেন বিরাট? বড়সড় ইঙ্গিত অজিত আগরকরের https://ift.tt/UylOTc0

২০২৪ আইপিএল টুর্নামেন্টের ২৫তম ম্যাচে বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। RCB ব্রিগেডের তারকা ব্যাটার বিরাট কোহলিকে এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। আইপিএল টুর্নামেন্টের সপ্তদশ মরশুমে সবথেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই বেরিয়ে এসেছে। এই টুর্নামেন্টের প্রথম ৫ ম্যাচে তিনি মোট ৩১৬ রান করেছেন। ১০৫.৩৩-এর দুর্দান্ত স্ট্রাইক রেট। এই টুর্নামেন্টে একটি শতরান করার পাশাপাশি জোড়া হাফসেঞ্চুরিও করেছেন। কোহলির এই পারফরম্যান্সের কথা মাথায় রেখে বলা যেতেই পারে যে ২০২৪ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে তিনি সহজেই নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন। এই জল্পনার মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরও ইঙ্গিত দিলেন যে বিশ্বকাপ স্কোয়াডে বিরাট কোহলির নির্বাচন অবশ্যম্ভাবী হতে চলেছে। প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল ৫ জুন প্রথম ম্যাচ খেলতে নামবে। এরপর আগামী ৯ জুন আয়োজন করা হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

ঠিক কী বললেন অজিত আগরকর?

চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের জন্য় ভারতীয় ক্রিকেট দল নির্বাচন করা হবে। এই নির্বাচনের আগে অজিত আগরকর একটি ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউয়ে তিনি বিরাট কোহলির প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠলেন। বিরাটকে নিয়ে তিনি এমন কয়েকটি মন্তব্য করলেন, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আগামী টি-২০ বিশ্বকাপে বিরাটকে টিম ইন্ডিয়ায় নেওয়ার জন্য তিনি কার্যত মুখিয়ে রয়েছেন।আইপিএল টুর্নামেন্ট চলাকালীন অজিত আগরকর যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি কোহলির ১৫ বছরের আইপিএল কেরিয়ার নিয়ে মন খুলে কথা বলেন। আর এটা থেকে স্পষ্ট বুঝতে পারা যায় যে আগামী টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের সদস্য হতে চলেছেন। ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে এই খবর যে কত বড় পাওনা, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আগরকর বললেন, 'বিরাট কোহলি সেই ক্রিকেটারদের মধ্যে একজন যাঁরা একটি বেঞ্চমার্ক কায়েম করেছেন। কেরিয়ারের ১৫ বছর পর তিনি আরও ফিট হয়ে গিয়েছেন। যদি বিরাটের মতো আর কোনও ভারতীয় ক্রিকেটার এমন নজির কায়েম করতে পারে, তাহলে এটা গোটা সিস্টেমকে আরও মজবুত করতে পারে।'


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/irJcIaA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads