রং নেই, তবু 'রাঙিয়ে দিয়ে যাও'! নাচে গানে ও ফুলে বিশ্বভারতীয় বসন্ত বন্দনা https://ift.tt/r3wbOED - MAS News bengali

রং নেই, তবু 'রাঙিয়ে দিয়ে যাও'! নাচে গানে ও ফুলে বিশ্বভারতীয় বসন্ত বন্দনা https://ift.tt/r3wbOED

রঙহীন বসন্ত বন্দনায় মাতল বিশ্বভারতী। রীতি মেনে অনুষ্ঠান হলেও, খেলা হল না আবির। পাশাপাশি, 'রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাওয়ার আগে', গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হল। কিন্তু বসন্ত বন্দনায় আবিরের বদলে উড়ল ফুল। নির্দিষ্ট বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসবের আয়োজন করা হয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। তার বদলে বুধবার অকাল বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছিল সেখানে, যার পোশাকি নাম 'বসন্ত বন্দনা'। রীতি মেনেই উদযাপিত হল সেই বসন্ত বন্দনা। যদিও এদিনের এই বসন্ত বন্দনার অনুষ্ঠানে এক অন্য ছবি দেখল বোলপুর শান্তিনিকেতনের মানুষ। যে বসন্ত বন্দনায় ছিল না রঙের ছোঁয়া, ছিল না নাচ গানের মধ্য দিয়ে আবির খেলায় মেতে ওঠার দৃশ্য। শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন বিশ্বভারতীর ছাত্র ও ছাত্রীরা। তবে বসন্ত বন্দনায় সাধারণ মানুষের ভিড় রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। একদিকে যেমন বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি অতিরিক্ত ভিড় এড়িয়ে যেতেই, এই বসন্ত বন্দনার আয়োজন বলে জানাচ্ছে কর্তৃপক্ষের। তবে কবিগুরুর গানের সুরে, 'রাঙিয়ে দিয়ে যাও' বলা হলেও, আজতে রং না মেখেই ফিরতে হল ছাত্র-ছাত্রীদের। যদিও শেষমেষ বসন্ত বন্দনার আয়োজনে খুশি ছাত্র ছাত্রীরা। পড়ুয়াদের অনেকেই বলছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষের এই আয়োজনটুকুই তাঁদের কাছে অনেক।প্রসঙ্গত, বিশ্বভারতীর বসন্ত উৎসব বরাবরই মানুষের কাছে এক অন্যতম আকর্ষণ। দোলের মরশুমে বিশ্বভারতীর বসন্ত উৎসব নিয়ে বরাবরই উন্মাদনা দেখা গিয়েছে সেখানকার পড়ুয়া, বোলপুরের মানুষ তথা পর্যটকদের মধ্যে। একটা সময় বিশ্বভারতীর বসন্ত উৎসব উপলক্ষে বহু মানুষের জমায়েতও হত। তবে করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে বন্ধ ছিল বিশ্বভারতীর সেই বিখ্যাত বসন্ত উৎসব। তারপরে ২ বছর ঘরোয়াভাবে বসন্ত বন্দনার আয়োজন করে কর্তৃপক্ষ। এবার ফের বড় করে বসন্ত উৎস তথা বসন্ত বন্দনার আয়োজন করা হয়।তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল, এবার কোনও পর্যটকের প্রবেশাধিকার থাকবে না। শুধুমাত্র বর্তমান কর্মী, অধ্যাপক অধ্যাপিকা , ছাত্র ছাত্রী ও তাঁদের পরিবারের দু'জন করে সদস্য এই উৎসবে সামিন হতে পারবেন। তবে অনুষ্ঠান যেভাবে হয়, নিয়ম মেনে সেভাবেই হবে। আর সেই মতোই ফের একবার বিশ্বভারতীর প্রাঙ্গণে জমে গেল বসন্ত বন্দনা।


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/UAXvWb7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads