ক্যানাডায় ‘হালাল মর্টগেজ’ চালু করার সিদ্ধান্ত ট্রুডো-র https://ift.tt/l9Iszut - MAS News bengali

ক্যানাডায় ‘হালাল মর্টগেজ’ চালু করার সিদ্ধান্ত ট্রুডো-র https://ift.tt/l9Iszut

অটোয়া: ক্যানাডায় চালু হচ্ছে ‘’। সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে সে দেশের অ্যানুয়াল বাজেটে। যে সব ক্যানাডিয়ান নিজেদের বাড়ি হওয়ার স্বপ্ন দেখেন, তাঁদের সহায়তা দেওয়ার জন্য জাস্টিন ট্রুডো সরকারের বিভিন্ন উদ্যোগের অন্যতম হলো এই পদক্ষেপ। এ ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট ভাবে দেশের মুসলিম সমাজের কথা মাথায় রাখা হয়েছে। কারণ, ইসলামি আইন বা শরিয়ত আইন অনুযায়ী, সুদ নিষিদ্ধ। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বিকল্প রাস্তা হতে পারে হালাল মর্টগেজ। সে জন্যই এই ব্যবস্থা। একই সঙ্গে ক্যানাডার এ বারের বাজেটে সে দেশে বাড়ি কিংবা আবাসিক সম্পত্তি কেনার ব্যাপারে বিদেশিদের উপর আরোপ করা হয়েছে দু’বছরের নিষেধাজ্ঞা। যেটা কার্যকর হবে ২০২৩-এর ১ জানুয়ারি থেকে। ক্যানাডার নাগরিকরা যাঁরা ঘর-বাড়ির মালিক হতে চাইছেন, তাঁদের প্রয়োজন মেটাতে ব্যাঙ্ক-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সমাজের প্রতিনিধিদের সঙ্গে ট্রুডো সরকার আলোচনা যে শুরু করেছে, সে কথা জানানো হয়েছে ক্যানাডা বাজেট ২০২৪-এ। তারই উল্লেখযোগ্য পদক্ষেপ হালাল মর্টগেজ। যে ব্যবস্থা ইসলামি বা শরিয়ত আইনের পরিপন্থী নয়। ইসলামি আর্থিক প্রতিষ্ঠানগুলো মর্টগেজ বা বন্ধক অফার করে সুদের বিকল্প রাস্তা হিসেবে। ক্যনাডার কিছু আর্থিক প্রতিষ্ঠান অবশ্য আগে থেকেই শরিয়ত আইন মেনে মর্টগেজ বা বন্ধকে লোন দিচ্ছে, তারা সুদ নিচ্ছে না মুসলিমদের কাছ থেকে। তবে সে দেশের সব চেয়ে বড় পাঁচটি ব্যাঙ্ক এ ভাবে এতদিন টাকা ধার দিত না। এ বার বাজেটের পর তাদের নীতির বদল হবে, এমনই সম্ভাবনা। তবে ট্রুডো সরকারের হালাল মর্টগেজ চালু করার এই সিদ্ধান্তকে ক্যানাডার অনেকে ‘বৈষম্যমূলক নীতি’ হিসেবে চিহ্নিত করেছেন। এ বারের বাজেট-নথিতে বলা হয়েছে, বিদেশের কোনও নাগরিক ক্যানাডায় আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না। ট্রুডো সরকারের দাবি, ক্যানাডিয়ানদের স্বার্থ সুরক্ষা করার জন্যই এই পদক্ষেপ। ২০২৪-’২৫ আর্থিক বছরের এই বাজেটে ৩৯.৮ বিলিয়ন ডলার ঘাটতি দেখানো হয়েছে।


from Bengali News, Latest Bangla News, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - Ei Samay https://ift.tt/26BfXwL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads