সুপার স্পেশালিটি শাসনে, হবে মেডিক্যাল কলেজও https://ift.tt/SDuXLJW - MAS News bengali

সুপার স্পেশালিটি শাসনে, হবে মেডিক্যাল কলেজও https://ift.tt/SDuXLJW

এই সময়, শাসন: সোমবার আরও একটি বেসরকারি কলেজ এবং হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার উদ্যোগে রাজারহাট লাগোয়া বারাসত ২ নম্বর ব্লকের শাসনের খামার নওবাদ এলাকায় স্নায়ুতীর্থ ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর হয়। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের কর্ণধার রামপ্রসাদ সেনগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট ঋষিকেশ কুমার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম ও শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ।কলকাতার ভবানীপুর থেকে ভার্চুয়ালি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের দ্বিতীয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্নায়ুরোগের চিকিৎসায় পূর্ব ভারতে কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ভূমিকা অনস্বীকার্য। এ বার কলকাতা কর্পোরেশন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বেসরকারি ওই সংস্থা স্নায়ুতীর্থ নামে এই ক্যাম্পাস গড়ার উদ্যোগ নিয়েছে। ৩৩ একর জমিতে বিশ্বমানের একটি সুপার স্পেশালিটি কলেজ এবং হাসপাতালের এ দিন শিলান্যাস হলো। দু’বছরের মধ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে বলে দাবি সংস্থার। এখানে ৮০০ শয্যার হাসপাতাল, নার্সিং কলেজ, প্যারা মেডিক্যাল কলেজ তৈরি হবে। চিকিৎসক এবং নার্স, ডাক্তারি পড়ুয়াদের থাকার ব্যবস্থা থাকছে। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের প্রতিষ্ঠাতা চিকিৎসক রামপ্রসাদ সেনগুপ্ত বলেন, ‘স্নায়ুতীর্থ ক্যাম্পাসে পাঁচ হাজার কর্মী নিয়োগ হবে। এর হাত ধরে শাসনের খামার-নওবাদ এলাকায় অর্থনৈতিক পরিস্থিতির আমুল পরিবর্তন হবে।’ ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ‘সংস্থার এই উদ্যোগ যুগান্তকারী পদক্ষেপ। এর জন্য সংস্থার সবাইকে ধন্যবাদ। শুধু বাংলার নয়, এটা ভারত ও বিশ্বের কাছে গর্ব হয়ে উঠবে।’ ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের প্রতিষ্ঠাতা চিকিৎসক রামপ্রসাদ সেনগুপ্ত বলেন, ‘স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখানে মানুষ চিকিৎসা পাবেন। মানুষের সীমাবদ্ধ উপার্জনের মধ্যে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’ রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এখন আমুল পরিবর্তন এসেছে। এমবিবিএস চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকের সংখ্যা আগের তুলনায় রাজ্যে বেড়েছে।’ তিনি বলেন, ‘প্রাথমিক স্তর থেকে মানুষকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তা হলে সুস্থ সমাজ গড়ে উঠবে। সে জন্য রাজ্যে ১৬ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে। তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতা করবে।’


from Bengali News, Latest Bangla Sangbad, News in Bengali, বাংলা খবর - Ei Samay https://ift.tt/Qw8KFVU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads