রাজস্থানে বড় ধাক্কা BJP-র, করণপুরা উপনির্বাচনে হার মন্ত্রীর https://ift.tt/V09817l - MAS News bengali

রাজস্থানে বড় ধাক্কা BJP-র, করণপুরা উপনির্বাচনে হার মন্ত্রীর https://ift.tt/V09817l

ভোটে জেতার আগেই প্রার্থীকে স্থান দেওয়া হয়েছিল মন্ত্রিসভায়। কিন্তু উপনির্বাচনে হেরে গেলেন মন্ত্রী। রাজস্থানের করণপুরা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারের কাছে হেরে গেলে বিজেপির সুরেন্দর পাল সিং টিটি। বিধানসভা নির্বাচনের এক মাসের মধ্যে মন্ত্রীর হার, বিজেপিকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল। নির্বাচনে মন্ত্রী পরাজিত২০০ আসন বিশিষ্ঠ রাজস্থান বিধানসভার নিবার্চন অনুষ্ঠত হয়েছিল গত ২৫ নভেম্বর। সেই সময় ১৯৯ টি আসনে ভোটগ্রহণ করা হয়েছিল। ভোটের আগে করণপুরা আসনে কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুতে স্থগিত রাখা হয়েছিল ভোটগ্রহণ। গত ৫ জানুয়ারি করণপুর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার ছিল উপনির্বাচনের ভোটগণনা। ক্ষমতা দখলের এক মাসের মধ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। দলীয় প্রার্থী তথা মন্ত্রিসভার সদস্য সুরেন্দ্রর পাল সিং টিটি হেরে গেলেন কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারের কাছে। বারো হাজারের বেশি ভোট জিতলেন কংগ্রেস প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনার পেয়েছেন ৯৪ হাজার ৯৫০ ভোট। মোট ভোটের ৪৮ শতাংশের বেশি। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী সুরেন্দ্রর পাল সিং টিটি পেয়েছেন ৮৩ হাজার ৬৬৬ টি ভোট। ভোট শতাংশে ৪২.৭৮। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির পৃথ্বীপাল সিং। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৪০ ভোট।সংবাদ শিরোনামে উঠেছিল করণপুরা নির্বাচনের আগে করণপুর কেন্দ্রটি সংবাদের শিরোনামে উঠেছিল মরুরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ভজন লাল শর্মা শপথগ্রহণের পর। ভোটের আগেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছিল সুরেন্দ্রর পাল সিং টিটি-কে। দায়িত্ব দেওয়া হয়েছিল চারটি গুরুত্বপূর্ণ দফতরের। বিজেপির সরকারের এই সিদ্ধান্ত, সাংবিধানিক আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে বলে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল কংগ্রেস। করণপুরা কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করতে এই সিদ্ধান্ত বলে অভিযোগ করা হয়। কিন্তুর মন্ত্রীর হার বিজেপিকে চাপে ফেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।কংগ্রেসর অভিনন্দন বার্তা করণপুরা কেন্দ্রে জয়ের জন্য কংগ্রেস প্রার্থী রুপিন্দর সিং কুনারকে অভিনন্দন জানিয়েছেন রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসার। বিজেপির মুখ পুড়ল বলে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় করেছেন একটি পোস্ট। জয়ের জন্য রুপিন্দরকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-ও। বিজেপির অহংকারকে মানুষ উচিত শিক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। করণপুরা জেতায়, কংগ্রেসের আসন সংখ্যা ৬৯ থেকে বৃদ্ধি পেয়ে হল ৭০।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/COaQMfF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads