টইটন ধবস হতই করমখলর বজঞপণ সবমরনর নয় পইলটর খজ https://ift.tt/UEYfbvH - MAS News bengali

টইটন ধবস হতই করমখলর বজঞপণ সবমরনর নয় পইলটর খজ https://ift.tt/UEYfbvH

পর্যটন সাবমেরিন 'টাইটান' ধ্বংসের পর এক সপ্তাহও কাটেনি। এর মধ্যেই ফের নয়া পাইলটের খোঁজে বিজ্ঞাপণ দিল মার্কিন বেসরকারি সংস্থা 'ওশেনগেট এক্সপিডিশন'। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ওশেনগেটের কর্তা-ব্যক্তিরা।ওয়াশিংটনের সংস্থার তরফে দেওয়া বিজ্ঞাপণে সাবমার্সিবল পাইলট ও মেরিন টেকনিশিয়ান নিয়োগ কথা বলা হয়। যদিও বিজ্ঞাপণটি 'টাইটান' দুর্ঘটনার আগে না পড়ে প্রকাশিত হয়েছিল, তা স্পষ্ট নয়। ওশেনগেটের দেওয়া ওই বিজ্ঞপ্তির স্ক্রিনশট শেয়ার করেই সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনদের একাংশ। চাপের মুখে পড়ে বিজ্ঞাপণ সরিয়ে নিয়েছে মার্কিন সংস্থা। ১৯১২-য় ব্রিটেনের সাউথহ্যাম্পটন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আসার পথে বিশাল এক হিমশৈলে ধাক্কা লেগে ডুবে যায় তৎকালীন যুগের অন্যতম বিলাশবহুল জাহাজ 'RMS টাইটানিক'। উত্তর আটলান্টিকের গভীরে এখনও পড়ে আছে সেই জলযানের ধ্বংসাবশেষ। দুর্ঘটনার শতবর্ষ পর ওই ধ্বংসাবশেষ পর্যন্ত অভিযাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ওশেনগেট। এই উদ্দেশ্যে একটি ডুবোযান ব্যবহার করছিল সংস্থা। যার নাম ছিল 'টাইটান'। গত ১৮ জুন পাঁচ অভিযাত্রীকে নিয়ে কানাডার উপকূল থেকে আটলান্টিকের গভীরে ডুব দেয় ওই সাবমেরিন। টাইটানিকের ধ্বংসাবশেষের দিকে রওনা হওয়ায় পৌনে দু'ঘণ্টার মধ্যেই দিক নির্দেশকারী জাহাজ 'পোলার প্রিন্স'-র সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার চারদিন পর টাইটানিকের থেকে ১৬০০ ফুট দূরে 'টাইটান'-র ধ্বংসাবশেষ খুঁজে পায় মার্কিন কোস্ট গার্ডের রোবট ডুবুরি।প্রাথমিক তদন্তে বিশেষজ্ঞদের দাবি, জলের বিপুল চাপে দুমড়ে মুচড়ে যায় ওশেনগেটের ওই ডুবোযান। এক সেকেণ্ডেরও কম সময়ে সর্বনাশা বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় 'টাইটান'। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ভিতরে থাকা পাঁচ অভিযাত্রীর। যাঁর মধ্যে রয়েছেন সংস্থার CEO তথা ডুবোযানের পাইলট স্টকটন রাশও। 'টাইটান' দুর্ঘটনার জেরে ওশেনগেটের ডুবোযানের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই অবস্থায় ফের সংস্থার তরফে দেওয়া পাইলটের বিজ্ঞাপণকে কেন্দ্রে করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। দুর্ঘটনায় যেখানে CEO-র মৃত্যু হয়েছে, সেখানে কী ভাবে অবিবেচকের মতো এই কাজ করল ওশেনগেট? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।প্রসঙ্গত, বিস্ফোরণের জেরে টুকরো টুকরো হয়ে যাওয়া 'টাইটান'-র পাঁচটি ধ্বংসাবশেষের হদিশ পেয়েছে মার্কিন কোস্ট গার্ডের রোবট ডুবুরি। ধ্বংসাবশেষগুলিকে সাগরের অতল থেকে তোলা সম্ভব নয় বলে এক রকম জানিয়ে দিয়েছে মার্কিন কোস্ট গার্ড।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/3fOrl0C
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads