Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DJxYA0
দুর্গাপুজো ২০২১: ফিরছেন উমা, শিবকে খবর দিতেই ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি! https://ift.tt/3j3KnHn

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: দুর্গাপুজোর নানা রীতি-রেওয়াজের মধ্যে এখনও কোথাও কোথাও রয়েছে দশমীতে ওড়ানোর প্রথাও। যদি নীলকণ্ঠ পাখি ধরা বা কেনা-বেচা অনেকদিন ধরেই বেআইনি। তবু অনেক জায়গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনও নীলকণ্ঠ পাখি ওড়ানোর রেওয়াজ বর্তমান। কিন্তু জানেন কি, দশমীতে কেন নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথা চালু হয়? নীলকণ্ঠ শিবের আরেক নাম। সমুদ্র মন্থনের পর ওঠা ভয়ানক বিষের প্রভাব থেকে সৃষ্টিকে রক্ষা করতে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন মহাদেব। বিষের জ্বালায় তাঁর গলায় নীলবর্ণ ধারণ করে। তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। নীল বর্ণের জন্য নীলকণ্ঠ পাখিকে শিবের দোসর বলে মনে করা হয় হিন্দু ধর্মে। দশমীতে দুর্গা প্রতিমার ভাসানের আগে নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথা চালু হয় এই বিশ্বাস থেকে যে নীলকণ্ঠ পাখি আগে কৈলাসে গিয়ে মহাদেবকে পার্বতীর আগমন বার্তা দেবে। রামায়ণে আছে যে দশেরার দিন রাবণ বধের আগে নীলকণ্ঠ পাখি দর্শন করেছিলেন রাম। সেই কারণে দুর্গাপুজোর দশমী বা দশেরার দিন নীলকণ্ঠ পাখি দর্শন করা শুভ বলে অনেক জায়গায় মনে করা হয়। এদিন হোয়াটসঅ্যাপে নীলকণ্ঠ পাখির ছবি পাঠিয়ে পরস্পরকে দশমীর শুভেচ্ছা জানিয়ে থাকেন অনেকে। তবে এই পাখি ক্রমশ বিলুপ্তপ্রায় হয়ে এসেছে। উত্তর ভারতে অনেকে নীলকণ্ঠ পাখি দেখলে বলেন, 'নীলকণ্ঠ তুম নীলে রহিয়ো, দুধ ভাত কা ভোজ করিয়ো, হামরি বাত রাম সে কহিয়ো।' অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানার স্টেট বার্ড বা রাজ্য পাখি হল নীলকণ্ঠ বা ইন্ডিয়ান রোলার। অনেকের মতে নীলকণ্ঠ পাখির দর্শনে পাপমুক্তি ও ইচ্ছাপূরণ হয়। বেশ কিছু শহরে প্রচলন আছে খাঁচায় কাপড় ঢেকে পয়সার বিনিময়ে এই পাখি দর্শন করার। নীলকণ্ঠ পাখির ইংরেজি নাম ইন্ডিয়ান রোলার। আয়তন ২৫ সেন্টিমিটার থেকে ৩৫ সেন্টিমিটার লেজ সমেত। ওজন ৭০ - ১০০ গ্রাম হয়। পোকামাকড় খায় বলে নীলকণ্ঠ পাখিকে কৃষকের বন্ধু পাখি বলা হয়। এই পাখি বড় গাছের ডালে বাসা বাধে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DJxYA0
Previous article
Next article
Leave Comments
Post a Comment