Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BeMoGR
চোখের জলের বিনিময়ে টিআরপি বাড়াতে চাননি রবিনা! https://ift.tt/3Eg6z9k

Raveena Tandon: এমন তো আখছাড় হয়। টিভি অথবা টক শোয়ের টিআরপি বাড়াতে প্রতিযোগী বা সেলেব অতিথিদের ইমোশনাল স্টোরি শোনানো হয় দর্শককে, কখনও কখনও আবার কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কিন্তু এই সবকিছু করতেই চরম আপত্তি ছিল ৯০-এর দশকের নায়িকা রবিনা ট্যানডনের। একটি সাক্ষাত্কারে অকপট রবিনা জানিয়েছিলেন, Simi Garewal-এর জনপ্রিয় টক শো Rendezvous-এ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সিমি গরেওয়াল নিজে রবিনাকে বলেছিলেন, চাইলে কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়তে পারেন। অন স্ক্রিন শেয়ার করতে পারেন তাঁর দুঃখ, যন্ত্রণা ও কষ্টের কথা। কিন্তু রাজি হননি রবিনা। কেন গড্ডালিকায় গা ভাসাননি সেই সময়ে? এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘আমার মনে আছে, সিমি গরেওয়ালের সঙ্গে সাক্ষাত্কার ছিল। উনি আমার নরম মনের ঝলক সারা দুনিয়াকে দেখাতে চেয়েছিলেন। বলেছিলেন, চাইলে আমি শোয়ে কান্নাকাটিও করতে পারি। কিন্তু আমি তা পারিনি। কেন আমি সারা দুনিয়ার সামনে কাঁদব বলুন তো? কেন সবাইকে দেখাব আমি ভালনারেবল? আমার দুঃখ-কষ্ট কেন পাবলিকের সামনে মেলে ধরব বলুন তো? আমি স্ট্রং কেন বলুন তো... কারণ আমি জানি নিজেকে কঠিন সময়ে কীভাবে সামলে নিতে হয়।’ এখানেই শেষ নয়। রবিনা জানান, তাঁর পরিবারই ছিল সব চেয়ে বড় সাপোর্ট সিস্টেম। ‘যখনই আমি কোনও কারণে ভেঙে পড়েছি, তা সব সময়ই আমার পরিবারের সামনে। আমার মা-বাবা সব কঠিন সময়ে পাশে থেকেছেন। একটা সময়ে এসেছিল, যখন নিজের উপর আস্থা চলে গিয়েছিল, নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। তখনও আমার হাতটা শক্ত করে মা-বাবাই ধরে রেখেছিলেন।’ প্রযোজক Anil Thandani-কে বিয়ে করেছেন রবিনা ট্যান্ডন। তাঁদের এক ছেলে এক মেয়ে—রাশা ও রণবীরবর্ধন। কিন্তু ৯০-এর দশকের গোড়ার দিয়ে রবিনা দুই কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন- পূজা ও ছায়া। এবছরের গোড়াতেই দিদা হয়েছেন রবিনা। এই কথা নিজেই জানিয়েছিলেন। একটি সাক্ষাত্কারে রবিনা বলেন, ‘দিদা শব্দটা শুনলেই সবাই ভাবে বয়স ৭০-৮০-র কোঠা হতে হবে। কিন্তু আমি যখন দুই কন্যা সন্তান দত্তক নিই, আমার বয়স মাত্র ২১। আমার বড় মেয়ের বয়স ১১ ছিল। ওর আর আমার বয়সের ব্যবধান ১১ বছরের। ওর সদ্য সন্তান হয়েছে। তাই আমিও দিদা।’ রবিনা ট্যান্ডনকে শেষ দেখা গিয়েছিল Onir-এর ছবি Shab-এ। সোশ্যালাইটের চরিত্র নজর কেড়েছিলেন রবিনা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BeMoGR
Previous article
Next article
Leave Comments
Post a Comment