Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3EifJ5K
আজকের রাশিফল: গোপন প্রেমে জড়িয়ে পড়ে বদনাম কর্কটের! https://ift.tt/3ka6CvS
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: দেখে নেওয়া যাক আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিনটা ( 14 September 2021) মেষ থেকে মীন রাশির জাতকদের কেমন কাটবে। রাশিফল জ্যোতিষশাস্ত্রের এমন একটি শাখা,যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। দেখে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। মেষ রাশি প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার সমাধান। গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, খরচ বৃদ্ধি, ছাত্রছাত্রীরা লেখাপড়ায় অমনযোগী হয়ে পড়বে। দাম্পত্য জীবন মধুর, ব্যবসায় প্রভূত লাভ গৃহ সংস্কার যোগ, ছোটখাট ভ্রমণ যোগ। বৃষ রাশি চাকরি ক্ষেত্রে শত্রুরা পরাজিত হবে। সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধ। দূরে ভ্রমণ যোগ আছে। ফাটকায় লাভ হতে পারে। নিম্নমেধার বিদ্যার্থীদের লেখাপড়ায় মনোযোগের অভাব, গবেষণায় সাফল্য, চিকিৎসকদের আর্থিক লাভের সম্ভাবনা। নতুন প্রেমের যোগ, দাম্পত্যজীবন মধুর। মিথুন রাশি উদাসীনতা বা আলস্যের কারণে একাধিক পথে উপার্জনের সুযোগ হাতছাড়া হতে পারে। অপব্যয় ও অপচয়ের দরুন ঋণশোধের উদ্যোগে বাধা। নতুন বাহন বা ইলেকট্রনিক্স জিনিস কেনার যোগ। ছাত্র-ছাত্রীর জন্য শুভ সময়। মনোরম কোনও স্থানে ভ্রমণের যোগ। দাম্পত্য শান্তি। প্রেমে ভুল বোঝাবুঝি। কর্কট রাশি ব্যবসায় আর্থিক ক্ষতি, বিশেষত বস্ত্র ব্যবসায়, হোটেল ব্যবসায় নিম্নগতি চিন্তার কারণ হবে। মানসিক অস্থিরতা ও হতাশা বাড়বে, সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি। ভ্রমণ যোগ, চাকুরিজীবীদের জন্য অত্যন্ত শুভ সময়। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অমনযোগ বাড়বে। গুপ্ত প্রেমের জন্য বদনাম। স্বামী-স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক থাকবে, সর্দি-কাশি ও হাঁটুর যন্ত্রণা ভোগাবে। সিংহ রাশি বহু শ্রম, দক্ষতা ও অধ্যবসায় সত্ত্বেও কর্মক্ষেত্রে স্বীকৃতি না মেলায় হতাশা বাড়বে। দীর্ঘদিনের মনবাঞ্ছা পূরণ হবে। শিল্পীদের জন্য অত্যন্ত শুভ সময়। যানবাহন সাবধানে চালান, দুর্ঘটনার যোগ রয়েছে। ছাত্র-ছাত্রীদের শুভ সময়। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি। প্রেমে মনোমালিন্য হতে পারে। কন্যা রাশি যাঁরা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য অতি শুভ সময়। শিল্পীদের জন্যও সময়টা ভালো। তাঁদের যেমন আয়বৃদ্ধি, তেমনই আবার খরচও বাড়বে। গৃহসংস্কারের যোগ। বাড়ির জন্য নতুন কোনও জিনিস কেনারও যোগ রয়েছে। তবে আত্মীয়দের সঙ্গে অল্পবিস্তর মনোমালিন্য হতে পারে। সস্ত্রীক ভ্রমণযোগ, ছাত্র-ছাত্রীর মনযোগের অভাব, প্রেমে জটিলতা। তুলা রাশি স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টাতেই সাংসারিক শ্রীবৃদ্ধি। বন্ধুর সহায়তায় আটকে থাকা কাজও উদ্ধার হয়ে যাবে। প্রিয়জনের স্বাস্থ্য ভালো যাওয়ার জন্য মানসিক আনন্দ, সামাজিক সম্মান বৃদ্ধি। ছোটখাট ভ্রমণ যোগ রয়েছে। তবে পেটের সমস্যা ভোগাতে পারে। ব্যবসায় আশাতীত লাভের যোগ রয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য শুভাশুভ মিশ্রফল। যানবাহন খুবই সাবধানে চালান। প্রেমে প্রচুর আনন্দের সম্ভাবনা। বৃশ্চিক রাশি প্রেম-ভালোবাসায় হতাশা থাকবে। মনের কোনও ইচ্ছা পূরণে বাধা আসবে। কারো কথায় মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের ভালো যোগাযোগ আসতে পারে। কর্মরতদের ক্ষেত্রে সাফল্য আসবে, নতুন কর্মযোগ বা নতুন কোনও শুভ সংবাদ আসতে পারে। উপার্জন নিয়ে ভাবনা দূর হবে। তবে শেয়ার বা ফাটকায় বিশেষ লাভের যোগ নেই। ছাত্রছাত্রীদের জন্য শুভাশুভ মিশ্র ফল। ধনু রাশি কর্মে ব্যস্ততা সত্ত্বেও পারিবারিক জীবন আনন্দের হবে। বন্ধুর প্রতি কোনও কাজে বিশ্বাস না করে নিজের কাজ নিজে করুন, আত্মীয়স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সপরিবারে কাছেপিঠেই টুক করে ঘুরে আসার যোগ রয়েছে। গৃহে অতিথি এবং বন্ধু সমাগম। দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করে মানসিক আনন্দ পাবেন। ছাত্র-ছাত্রীরা শুভফল পেতে পারেন। নতুন প্রেমের যোগ রয়েছে। মকর রাশি মনের জোরে শত্রুরা পরাজিত হবে। যা আয় করবেন তার থেকে খরচা হতে পারে বেশি। বাড়তে পারে ঋণও। কাউকে বিপদে সাহায্য করে প্রতিদানে কিছু আশা না করাই ভালো। ব্যবসায় আশাতীত উন্নতি। বিশেষ করে খাবারের হোম ডেলিভারি, মদের দোকান, রেডিমেড বস্ত্র ব্যবসা, চাকুরিজীবীদের কর্ম পরিবর্তনেরও একটা সুযোগ আসতে পারে। মাথার যন্ত্রণা, মেয়েদের গাইনি সমস্যা ভোগাতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্কে একটু দূরত্ব থাকবে, প্রেমে তৃতীয় পক্ষের উপস্থিতিতে মানসিক চঞ্চলতা। কুম্ভ রাশি সততা ও পরোপকারের সুবাদে সামাজিক প্রতিষ্ঠা ও সম্মান প্রাপ্তি। সহকর্মীদের সঙ্গে অল্প মতভেদ থাকলেও কর্মক্ষেত্রে বিশেষ সফলতা, গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান। সামান্য অসুস্থ হলেও ডাক্তার দেখিয়ে নিন, সুস্থ হয়ে যাবেন। নতুন কাজ শুরু করার পরিকল্পনা। ভ্রমণকালীন খরচা বৃদ্ধি, পারিবারিক আনন্দের জন্য খরচা বৃদ্ধি, গৃহে অতিথি সমাগম, ছাত্র-ছাত্রীর জন্য অত্যন্ত শুভ সময়। দাম্পত্য জীবন মধুর হতে চলেছে। প্রেমে দারুণ আনন্দ। মীন রাশি আত্মীয়দের সঙ্গে সম্পত্তিগত ব্যাপারে মতভেদ হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় ভালো সুযোগ আসতে পারে। শিল্পীদের আরও বেশি পরিমাণে কাজের সুযোগ আসবে। পারিবারিক আনন্দের জন্য খরচা বৃদ্ধি, বন্ধুমহলে যশ বৃদ্ধি, মানসিক প্রসন্নতা বজায় থাকবে, ছাত্র-ছাত্রীর চঞ্চলতা বৃদ্ধি। বয়স্ক ব্যক্তিদের চোখ, দাঁত, বাতের সমস্যা ভোগাতে পারে। দাম্পত্যজীবন মোটের উপর ভালোই। প্রেমিক-প্রেমিকার জন্য খুবই আনন্দের সময়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3EifJ5K
Previous article
Next article

Leave Comments
Post a Comment