Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WvJsaB
আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনা, 'সেলিব্রেশন' তালিবানের https://ift.tt/3zzOvVM

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০ বছরের ইতিহাসের সমাপ্তি। আফগানিস্তান (Afghanistan) থেকে উড়ে গেল শেষ মার্কিন সামরিক বিমান। প্রতিশ্রুতি মতো ৩১ অগাস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই সেনা প্রত্যাহার করে নিল আমেরিকা। আর তারপরই আতসবাজি, রকেট ও গোলাবর্ষণে 'পূর্ণ স্বাধীনতা' উদযাপনে মেতে উঠল তালিবান (Taliban)। তালিবানের 'সেলিব্রেশন' শ'য়ে শ'য়ে আফগানকে তালিবানি ঘেরাটোপের মধ্যেই রেখেই দেশে ফিরে গেল মার্কিন সেনা। এদিকে উৎসবের মেজাজে তালিবান। কাবুল বিমানবন্দরের পূর্ণ দখল পেতেই রকেট-গোলাবর্ষণ করে নিজেদের কতৃত্ব জানান দিল তালিবান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তালিবান মুখপাত্র ক্যারি ইউসুফ বলেছেন, 'শেষ মার্কিন সেনা কাবুল বিমানবন্দর ত্যাগ করা মাত্র পূর্ণ স্বাধীনতা লাভ করল আমার দেশ।' ২০ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক অবসান হতেই উল্লাসে ফেটে পড়েছে তালিবান। শূন্যে গুলি ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনেককে। কেউ কেউ আবার রকেট ছুড়তে শুরু করে। কাবুলে ঘনঘন শোনা যায় রকেট ও গুলির শব্দ। এদিকে, তালিবান মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বর্তমানে দেশজুড়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে একবার সরকার দখল হয়ে গেলে সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে। কী জানালেন বাইডেন? সেনা প্রত্যাহারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, 'আফগানিস্তান ত্যাগ করতে যারা ইচ্ছুক তাঁরা নিরাপদে দেশ ছাড়তে পারেন, তালিবানের এই প্রতিশ্রুতির দিকে নজর থাকছে বিশ্বের।' মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের ইতি ঘটল। বিগত ১৭ দিনে আকাশপথে অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। মার্কিন বাহিনী মোট ১ লাখ ২০ হাজারের বেশি আমেরাকিন নাগরিক ও অন্য দেশের নাগরিককে উদ্ধার করেছে। মার্কিন সেনা অসম্ভব সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।' পেন্টাগনের বিবৃতি পেন্টাগনের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে আমেরিকার আর কোনও কূটনৈতিক প্রতিনিধি নেই। ওই অফিস কাতারের দোহায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী স্তরে দোহা থেকেই কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে। পেন্টাগনের তরফে US সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি ঘোষণা করেন, ‘আফগানিস্তান থেকে সেনা সরানোর কাজ শেষ হল ও আমেরিকানদের উদ্ধারকাজও শেষ হল।’ যদিও বহু আমেরিকানকে এখনও আফগানিস্তান থেকে ফেরানো যায়নি বলে জানা গিয়েছে। এদিকে, শুক্রবারই উদ্ধারকার্যে ইতি টেনেছে ফ্রান্স, জার্মানি। শনিবার রাতেই ব্রিটেনের শেষ উদ্ধারকারী বিমানও হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক নাগরিককে উড়িয়ে নিয়ে যায়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WvJsaB
Previous article
Next article
Leave Comments
Post a Comment