Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3AaGdnX
আলিয়া ভাট ও রাম চরণের রসায়ন ধরা পড়বে রাজামৌলির ম্যাজিক টাচে https://ift.tt/3w9Krsw
Alia Bhatt-Ram Charan Romance:Bahubali ফ্রাঞ্চাইজের আকাশ ছোঁয়া সাফল্যের পর এক্কেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হতে চলেছেন ব্লকবাস্টার পরিচালক SS Rajamouli। ইতোমধ্যে তাঁর ম্যাগনাম ওপাস RRR (রামা রৌদ্র রুশিতাম) ছবির শ্যুটিং শেষের পর্যায়ে। বাকি রয়েছে শুধুমাত্র ২টি গানের শ্যুটিং। আর এই দুটির মধ্যে একটি নিয়েই আপাতত সরগরম সিনেমামহল। জানা গিয়েছে এস এস রাজামৌলির এই ছবিতে একটি গানে একসঙ্গে দেখা যাবে Alia Bhatt এবং Ram Charan-কে। এই গান নিয়েই এখন চর্চা তুঙ্গে। ইউনিটের ঘনিষ্ঠ এক সূত্রের খবর জুলাই মাসেই গানের শ্যুটিং শুরু হওয়ার কথা। এক্সট্রাভ্যাগেন্ট এই গানের দৃশ্যে ফুটে উঠবে দক্ষিণের সুপারস্টার এবং বলিউডের রেনিং কুইন আলিয়া ভাটের অনবদ্য অনস্ক্রিন কেমিস্ট্রি। ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে সীতার চরিত্রে এবং চেরি থুড়ি রাম চরণকে দেখা যাবে আল্লুরি সিতারামা রাজুর চরিত্রে। শোনা যাচ্ছে গোটা ছবির অন্যতম হাইলাইট পয়েন্ট হতে চলেছে এই গানটি। মঙ্গলবার ইনস্টাগ্রামে RRR-এর অফিশিয়াল পেজেই জানানো হয়েছে ছবির শ্যুটিং শেষ। বাকি শুধু দুটি গানের দৃশ্যের শ্যুটিং। এখানেই শেষ নয়। বলা হয় ইতোমধ্যে জুনিয়ার এনটিআর এবং রাম চরণ দুটি ভাষায় ডাবিংও সেরে ফেলেছেন। ছবির বাকি কাজ দ্রুত শেষ করা হবে। পিরিয়ড ছবি RRR তৈরি হচ্ছে ৪০০ কোটি টাকার মেগা বাজেটে। শোনা গিয়েছে দুই তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনের উপরেই তৈরি এই ছবির চিত্রনাট্য। শুধুমাত্র আলিয়া ভাটই নন, Ajay Devgn-কেও দেখা যাবে এই সিনেমায়। ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। আরও পড়ুন : ২০২০ সালের মে মাসে, জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হয়েছিল তাঁর চরিত্রের ফার্স্ট লুক। তারপরই করোনা অতিমারীর জন্য শ্যুটিং বন্ধ হয়ে যায়। অন্যদিকে, রামচরণের জন্মদিনের দিন প্রকাশ পায় তাঁর চরিত্রের প্রথম লুক।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3AaGdnX
Previous article
Next article
Leave Comments
Post a Comment