দুই নেতার দলীয় সদস্যপদ খারিজ করল BJP https://ift.tt/3hp1lOr - MAS News bengali

দুই নেতার দলীয় সদস্যপদ খারিজ করল BJP https://ift.tt/3hp1lOr

এই সময় ডিজিটাল ডেস্ক: দলবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে মালদার দুই নেতার সদস্যপদ খারিজ করল BJP। একইসঙ্গে সতর্ক করা হয়েছে হুগলির এক নেতাকে। রাজ্য BJP-র তরফে জানানো হয়েছে, 'ক্রমাগত দলবিরোধী কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য BJP-র শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশ অনুযায়ী' মালদার নিতাই মণ্ডল এবং সঞ্জিত মিশ্রের দলীয় সদস্যপদ খারিজ করা হচ্ছে। এছাড়াও হুগলির BJP নেতা সুবীর নাগকে সতর্কও করা হয়েছে দলের তরফে। বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পর গেরুয়া শিবিরের অন্দরেই শোনা গিয়েছিল বিরোধিতার সুর। ফলাফল ঘোষণার পরে শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন দলের কর্মী-সদস্যদের একাংশ। রাজ্য BJP নেতৃত্বের তরফে অবশ্য দাবি করা হয়েছিল, তাদের দলের নেতাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু দলের শৃঙ্খলা বজায় রাখতে সদস্যপদ খারিজের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সঞ্জিত মিশ্র একসময় মালদা জেলার BJP সভাপতি ছিলেন। একুশের নির্বাচনের আগেই তাঁর বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগ ওঠে। সেই সময় তাঁকে সাসপেন্ড করা হলেও পুনরায় তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু ফের একবার তাঁর বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে এবং তাঁর দলীয় সদস্যপদ খারিজ করা হয়। অন্যদিকে, একুশের নির্বাচনের আগে মালদার BJP প্রার্থী গোপাল চন্দ্র সাহার বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ উঠেছিল নিতাই মণ্ডলের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিল BJP।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3w260ve
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads