Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vV0BqT
Honor V40 Lite Luxury Edition লঞ্চ হল খুবই কম দামে! https://ift.tt/3sk5KGN

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে Honor। কোম্পানির সেই নয়া মডেলের নাম Honor V40 Lite Luxury Edition। আপাতত ফোনটি কেবল মাত্র চিনের মার্কেটের জন্যই লঞ্চ করা হয়েছে। তবে সূত্রের খবর, খুব শিগগিরই ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও লঞ্চ করে যাবে Honor V40 Lite Luxury Edition। ফোনটির দাম চিনে 2,999 Yuan, যা ভারতীয় মূল্যে প্রায় 33,380 টাকা। 26 মার্চ থেকে প্রথম বার সেলের জন্য উপলব্ধ হতে চলেছে Honor V40 Lite Luxury Edition। একাধিক কালার ভ্যারিয়্যান্টস রয়েছে ফোনটির, তার মধ্যে উল্লেখযোগ্য হল কালো, নীল এবং সিলভার। এই ফোনের একটি টপ-এন্ড ভ্যারিয়্যান্টও রয়েছে, যার দাম 3,299 Yuan বা 36,700 টাকা প্রায়। ফোনটি খুবই পাতলা একটি হ্যান্ডসেট অর্থাৎ এক কথায় স্লিম প্রোফাইলের ফোন এটি। ফোনটির ওজন মাত্র 169 গ্রাম এবং থিকনেস 7.64mm। এই ফোনে একটি 6.57 ইঞ্চির কার্ভড OLED প্যানেল রয়েছে, যার রেজোলিউশন HD। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের ঠিক উপরেই রয়েছে একটি পাঞ্চ-হোল কাট, যেখানে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Honor V40 Lite Luxury Edition ফোনের রিয়ার প্যানেলে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 64MP। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা-ওয়াইড সেন্সর, একটি 2MP ডেপথ সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো সেন্সর। পারফরম্যান্সের জন্য Honor V40 Lite Luxury Edition স্মার্টফোনে MediaTek Dimensity 800U প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 256GB বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে। ফোনের একটি বেস মডেলও রয়েছে, যার RAM 8GB এবং 128GB স্টোরেজ স্পেস। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি Android 10 বেসড Magic UI 4.0 দ্বারা চালিত। 3800mAh ব্যাটারি এই ফোনের পাওয়ার শক্তিশালী করে তুলেছে, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একটি ডুয়াল কার্ড স্ট্যান্ডবাই ফিচার রয়েছে এই ফোনে এবং Honor V40 Lite Luxury Edition ফোনটি 5G সাপোর্টেড। এই ফোনের পাশাপাশিই একটি নতুন ট্যাবলেটও লঞ্চ করেছে Honor। সেই নতুন Honor Tab 7-এ রয়েছে 10.1 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজোলিউশন HD+। এই ট্যাবলেটে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ রয়েছে। পাশাপাশিই এই ট্যাবলেটে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা। Honor Tab 7-এ একটি 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং একটি 2MP রিয়ার-ক্যামেরা দেওয়া হয়েছে। অত্যন্ত শক্তিশালী 5,100mAh ব্যাটারি রয়েছে এই ট্যাবে। কানেক্টিভিটির জন্য এই ট্যাবে শুধুমাত্র Wi-Fi এবং LTE ভার্সন দেওয়া হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vV0BqT
Previous article
Next article
Leave Comments
Post a Comment