Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39f6GW4
রাজ্য সফরে এসে ভারত সেবাশ্রম, ইস্কনে যাবেন শাহ https://ift.tt/3iGSRCG

এই সময়: গত সফরেই ঠাকুরনগরে গিয়ে মতুয়া সমাজের দরজায় কড়া নাড়ার কথা ছিল তাঁর। কিন্তু বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তখন বেসুরে গাইছিলেন। নাগরিকত্ব আইন কেন কার্যকর করা হচ্ছে না, সে প্রশ্নে বিস্তর ক্ষোভ ছিল শান্তনুর মনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাই মতুয়াদের কাছে নিয়ে যাওয়ার ঝুঁকি নেননি বিজেপি নেতৃত্ব। আগামী ৩০-৩১ জানুয়ারি ফের বাংলায় আসছেন অমিত। সব ঠিক থাকলে এ বার তাঁর ঠাকুরনগরে যাওয়া মোটামুটি পাকা। কিছুদিন আগে দলের দুই শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় ঠাকুরনগরে গিয়ে মতুয়াদের মন বোঝার চেষ্টা করে এসেছেন। এ বার যাওয়ার কথা খোদ শাহের। সেখান থেকে মায়াপুরে ইস্কনের মন্দিরে তিনি যাবেন বলে স্থির আছে। সপ্তাহখানেক আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মায়াপুর সফরের কর্মসূচি নিয়ে ভাবনাচিন্তা চলছে। দিল্লি সূত্রে খবর, অমিতের সেই কর্মসূচি চূড়ান্ত রূপ নিয়েছে। ইস্কন মন্দিরে পুজো এবং আরতির কথা তাঁর। মায়াপুর থেকে কলকাতায় ফিরে অমিত চলে যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে। সেখানে প্রধান সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাত করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ শাহের রাজ্য সফরের দিনকয়েকের মধ্যেই বাংলায় পা রাখার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার৷ ঠিক আছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে যাবেন তিনি৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা রয়েছে নাড্ডারও। দলীয় সূত্রে খবর, উত্তরবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির ঠাসা রাজনৈতিক কর্মসূচির মধ্যেও প্রাধান্য পাবে হিন্দুত্ব৷ বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো অর্চনার পাশাপাশি সনাতন হিন্দু ধর্মের ধারক ও বাহক, উত্তরবঙ্গের আদি নিবাসীদের সঙ্গে আলাপচারিতা সারতে পারেন নাড্ডা। এর আগেও রাজ্য সফরে এসে শাহ ও নাড্ডা রাজ্যের বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন৷ এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল কালীঘাট, দক্ষিণেশ্বর এবং বোলপুরের হনুমান মন্দির৷ এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39f6GW4
Previous article
Next article
Leave Comments
Post a Comment