Pakistan Accident: পাক পঞ্জাবে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ভ্যানের ধাক্কায় ঝলসে মৃত ১৩ https://ift.tt/3fW2YCq - MAS News bengali

Pakistan Accident: পাক পঞ্জাবে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ভ্যানের ধাক্কায় ঝলসে মৃত ১৩ https://ift.tt/3fW2YCq

এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে সোমবার এক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। একটি বাসের সঙ্গে ভ্যানের জোরালো সংঘর্ষের জেরে ভ্যানটিতে আগুন ধরে যায়। আগুনে ঝলসে মৃত্যু হয় ১৩ জনের। দুর্ঘটনায় আরও ১৭ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাটি ঘটে লাহোর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে, কালাখতাই রোডের উপর, নরাং মানডিতে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কুয়াশের কারণে রাস্তায় দৃশ্যমানতা কম ছিল। যার জেরে বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। উদ্ধারকারী দলের মুখপাত্র জানান, সংঘর্ষের জেরে অগ্নিকাণ্ডে ভ্যানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে তাঁরা ভর্তি করেন। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে উদ্ধারকারী দলের মুখপাত্র। এই ১৩ জনেরই মৃত্যুর কারণ আগুন। আহত ১৭ জনের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে তিনি দাবি করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটি ছিল গ্যাসচালিত। সংঘর্ষের তীব্রতায় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বাজদর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতরা যাতে সেরা চিকিত্‍‌সার সুযোগ পান, সেই মর্মে আধিকারিকদের তিনি নির্দেশ দেন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/37qwhcn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads