International News in Bengali
World News Headlines in Bangla
আন্তর্জাতিক News
from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/3oRviKg
ভিয়েনায় ছ'টি জায়গায় একযোগে হামলা, সশস্ত্র বন্দুকবাজ-সহ নিহত ২ https://ift.tt/2HXxNJQ

এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে মধ্য ভিয়েনায় 'জঙ্গি' হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত একাধিক জন। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন। পুলিশের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে হামলাকারীদের একজন মারা পড়েছে। অস্ট্রিয়া পুলিশের তরফে এক ট্যুইট বার্তায় হামলাকারী-সহ ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অস্ট্রিয়ান পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ভিয়েনার অন্তত ৬টি জায়গায় পৃথক ভাবে হামলা হয়েছে। হামলায় একাধিক জনের আহত হওয়ার কথা বলা হলেও নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে, সন্দেহভাজন এক হামলাকারীকে নিকেশ করার খবর নিশ্চিত করা হয়েছে। বন্দুক হাতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার দাবি করেন, মধ্য সিনাগগে 'জঙ্গি'রাই এদিন রাতে হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, কোনও একজন নয়, একাধিক জন এই হামলার ঘটনায় জড়িত। ছ'টি ভিন্ন জায়গা থেকে একযোগে হামলার বিষয়ে নিশ্চিত অস্ট্রীয় পুলিশ। সংবাদ সংস্থা সূত্রেও এক হামলাকারী-সহ ২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। মধ্য ভিয়েনার একটা অংশ ঘিরে ফেলে, ব্যাপাক তল্লাশি অভিযান শুরু হয়েছে। একটি বন্দুকবাজ চিত্কার করে রাস্তায় গুলি চালাচ্ছে, এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে, সেটি ভিয়েনার হামলার কি না, সংবাদ সংস্থা তা নিশ্চিত করতে পারেনি। ঘটনার ভিডিয়ো বা ছবি সোশ্যাল মিডিয়ায় যাতে শেয়ার না হয়, ভিয়েনা পুলিশের তরফে এই মর্মে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর মোতাবেক, প্রায় ৫০ বার গুলির শব্দ শোনা গিয়েছে। যার জেরে বহু লোকের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃত্যুর সংখ্যাও আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ঘটনার রাত থেকেই অস্ট্রিয়ায় শুরু হয়েছে লকডাউন। ঠিক তার কিছুক্ষণ আগেই এই হামলা চালানো হয়। এই হামলা পূর্ব পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: ১৯৮১ সালে এই সিনাগগেই দুই ফিলিস্তিনির আক্রমণ ২ নিরীহ নাগরিকের মৃত্যু হয়। জখম হয়েছিলেন ১৮ জন। ১৯৮৫ সালে প্যালেস্তাইনের একটি চরমপন্থী দল ভিয়েনা বিমানবন্দরে হ্যান্ড গ্রেনেড ও রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল। তাতেও প্রাণ গিয়েছিল তিন নাগরিকের। সাম্প্রতিক বছরগুলিতে প্যারিস, বার্লিন, লন্ডনের মতো একাধিক হামলা হয়েছে অস্ট্রিয়ায়। গত অগস্টে সন্দেহভাজন সিরিয়ান এক শরণার্থীকে গ্রেফতারও করা হয়। পুলিশের ধারণা, ইহুদি সম্প্রদায়ের এক নেতার উপর হামলার ছক কষা হয়েছিল। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/3oRviKg
Previous article
Next article
Leave Comments
Post a Comment