ওডিশা বিধানসভার সামনে মাকে 'পণবন্দি' করে ছেলের হুমকি, হাড়হিম একটি ঘণ্টা! https://ift.tt/3jryxEY - MAS News bengali

ওডিশা বিধানসভার সামনে মাকে 'পণবন্দি' করে ছেলের হুমকি, হাড়হিম একটি ঘণ্টা! https://ift.tt/3jryxEY

এই সময় ডিজিটাল ডেস্ক: অধিবেশন চলাকালীন বিধানসভার বাইরে নিরাপত্তার খাতিরে যেমন পুলিশ থাকার কথা, তেমনই ছিল। কিন্তু, সাম্প্রতিক অতীতে ওডিশা পুলিশকে এমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। না, কোনও জঙ্গি নয়। দাগি দুষ্কৃতীও নয়। 'মানসিক অসুস্থ' এক যুবক পুলিশকে কঠিন এক পরীক্ষার মুখে দাঁড় করায়। চরম উত্তেজনার পাক্কা একটি ঘণ্টা! যে কোনও সময়, বড় কোনও অঘটন ঘটে যেতেই পারত। সকলের চোখের সামনে। পুলিশ হয়তো গুলি চালিয়েই দিতে পারত। কিন্তু, সে উপায় ছিল না। পুলিশ সেই হঠকারিতার পথে এগোয়ওনি। সেই পরিস্থিতি তৈরিও হয়নি। দরকার ছিল, ধৈর্য আর বুদ্ধির। এই ধৈর্য দেখানোর কারণ এক মাঝবয়সি মহিলা। যে মহিলা ছিলেন যুবকের পণবন্দি। যিনি সম্পর্কে ছেলেটির মা। ব্যস্ত রাস্তার মাঝে হাঁটু গেড়ে জঙ্গি কায়দায় সে মায়ের গলায় ধরেছিল ঝাঁ-চকচকে ছোরাটি। ধারালো অস্ত্র মুহূর্তে গলার নলি ফালাফালা করে দিতে পারে। যুবক যেহেতু মানসিক অসুস্থ, তাই অঘটনের আশঙ্কাও ছিল বেশি। কেউ এক পা তাদের দিকে বাড়ালে, মায়ের নলি কেটে দেওয়ার ক্রমাগত হুমকি। সেই হুমকির মুখে, 'মহিলার সুরক্ষা' পুলিশকে কিছু মুহূর্ত নিশ্চল করে রাখে। শেষ পর্যন্ত পুলিশ যদিও ওই মহিলাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু, ঘটনার গোটা সময়টা ছিল থ্রিলার মতোই। টানটান উত্তেজনা, উত্‍‌কণ্ঠায় ভরা। কাজ ভুলে পথচলতি কেউ কেউ দাঁড়িয়েও পড়েন। বৃহস্পতিবার নাটকীয় এই পরিস্থিতি তৈরি হয়েছিল ওডিশার রাজধানী ভুবনেশ্বরের লোয়ার পিএমজি স্কোয়ারে। রাজ্য বিধানসভার সামনে। মাকে করার কারণ, অর্থ নয়। সরকারি চাকরিও নয়। যুবকের দাবি ছিল, রাজ্যের 'দুর্নীতিগ্রস্ত' মন্ত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেই আশ্বাস না পেলে, সে বিধানসভার সামনেই মাকে খুন করবে। ছেলেটির মা ঝরনা পালের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, যুবকের নাম জিতেন্দ্র পাল। বাড়ি নয়াগড় জেলার দাসপল্লা অঞ্চলে। বৃহস্পতিবার বেলায় মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে সে আসে বিধানসভার সামনে। চোখের পলকে ব্যাগ লুকিয়ে রাখা ধারালো একটা ছোরা বের করে, মায়ের গলায় ধরে। চিত্‍‌কার করে বলতে থাকে, 'দুর্নীতিগ্রস্ত' মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, সে মায়ের গলার নলি কেটে ফেলবে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় পুলিশ। পুলিশের উদ্দেশে বলে, তার মাকে উদ্ধার করতে এলে, তার আগেই সে গলার নলি কেটে দেবে। ব্যস্ত রাস্তায় দু-পাশ থেকে ঘনঘন গাড়ি। যানবাহনের শব্দে সব কথা স্পষ্ট কানেও আসছিল না পুলিশের। আরও পড়ুন: পুলিশের এক আধিকারিক জানান, ছেলেটি চিত্‍‌কার করে ইংরেজিতে বলছিল, মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ভালোমানুষ। কিন্তু, তাঁর মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত। দুই মন্ত্রীর নামও উল্লেখ করে সে। নানা কৌশলে পুলিশ শেষ পর্যন্ত মহিলাকে উদ্ধার করেন। আরও পড়ুন: ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) উমাশংকর দাশ জানান, যে পুলিশ অফিসাররা উপস্থিত বুদ্ধি খাটিয়ে মহিলাকে উদ্ধার করেছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। ডিসিপি আরও জানান, যুবক মানসিক ভাবে অসুস্থ। বিগত কয়েক বছর ধরে তার চিকিত্‍‌সা চলছে। বৃহস্পতিবার ডাক্তার দেখাতেই সে শহরে এসেছিল। এদিন তাকে আটকের পর কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, জিতেন্দ্র একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতেই মায়ের সঙ্গে ভুবনেশ্বরে এসেছিল। সচিবালয় মার্গ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে এই কাণ্ড ঘটায়। পুলিশ মা ও ছেলে দু'জনকেই পরে আটক করে, হেফাজতে নেয়। জিগ্যাসাবাদও শুরু হয়েছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2HPELAE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads