Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3naBnk0
হাথরস গণধর্ষণ: উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সোচ্চার আইনজীবীরা https://ift.tt/36pR1lq

এই সময় ডিজিটাল ডেস্ক: হাথরসের দলিত তরুণী ধর্ষণ-খুনের ঘটনার জের ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন আইনজীবীরা। গাজিয়াবাদের কয়েক'শো আইনজীবী বৃহস্পতিবার যোগী সরকারের উত্খাত দাবি করেন। তাঁদের বক্তব্য, বছর উনিশের দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় যে বর্বরতা সামনে এসেছে, তা উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের একটা পর্যায়। উত্তরপ্রদেশের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। যোগী আদিত্যনাথরের সরকারকে বরখাস্ত করে উত্তরপ্রদেশে দ্রুত জারি করতে বলেন আইনজীবীরা। রামনাথ কোবিন্দের উদ্দেশে লেখা স্মারকলিপিতে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়ে আইনজীবীরা সেটি জমা দেন জেলাশাসক অজয়শংকর পান্ডের কাছে। অধিবক্তা সংঘর্ষ সমিতির ব্যানারে জন আদালত থেকে মিছিল করে এদিন জেলা কালেক্টরেটে যান আইনজীবীরা। মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান তোলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলও পোড়ান বিক্ষোভরত আইনজীবীরা। তাঁদের অভিযোগ, মেয়েদের বিরুদ্ধে অপরাধ কমাতে যোগী চরম ব্যর্থ। এদিন বিক্ষোভের নেতৃত্ব দেওয়া আইনজীবী নাহার সিং যাদব সাংবাদিকদের বলেন, রাজ্যে অপরাধ দমনে যোগী সরকার চূড়ান্ত ব্যর্থ। বিশেষত, মহিলাদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও একহাত নেন উত্তরপ্রদেশের আইনজীবীরা। তাঁদের অভিযোগ, ঘটনা আড়াল করতে পুলিশ এই জঘন্য ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। আইনজীবীদের ধারণা, এ কারণেই রাতের অন্ধকারে এ ভাবে তড়িঘড়ি নির্যাতিতা দলিত তরুণীর মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের লোকদেরও সত্কারের সময় সেখানে ঘেঁষতে দেওয়া হয়নি। ঘরবন্দি করে রাখা হয়েছিল। আইনজীবীদের এই সমিতি বৃহস্পতিবার হাথরসের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। সমিতির দাবি, সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্ত করাতে হবে। মামলাটিকে দ্রুত বিচার কোর্টে পাঠানোর দাবিও করা হয়। সেইসঙ্গে আইনজীবী সংগঠন আর্জি জানায়, হাথরসের নির্যাতিতা তরুণীর পরিবারের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আরও পড়ুন: আরও একগুচ্ছ দাবিও রয়েছে। নির্যাতিতার পরিবারের একজনের সরকারি চাকরি, ওই দলিত পরিবারকে দিল্লিতে একটি বাড়ি এবং ২ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি পেশ করা হয়েছে। বাল্মীকি সমাজের একটি সংগঠনও এদিন যোগী বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল। রাস্তার গুরুত্বপূর্ণ সংযোগগুলিতে তারা অবরোধ করায়, ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হাথরসের নিন্দায়, ৩ অক্টোবর গাজিয়াবাদে তারা কোনও সাফাইয়ের কাজ করবে না বলেও ঘোষণা করে। আরও পড়ুন: ১৪ সেপ্টেম্বর হাথরসের বছর উনিশের দলিত তরুণীকে চার জন মিলে ধর্ষণ করে। নৃশংস অত্যাচার করা হয় তাঁর উপর। ধর্ষণের সময় শ্বাসরোধ করে মারার চেষ্টা হয়েছিল। জিভও কেটে নিয়েছিল অভিযুক্তরা। সারা শরীরে আঘাত নিয়ে ২৯ সেপ্টেম্বর রাতে দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান হাথরসের নির্যাতিতা। ওই রাতেই যোগীর পুলিশ মেয়েটির পরিবারের অনুমতি ছাড়াই তড়িঘড়ি দেহ সত্কার করে দেয়। যোগীর প্রশাসনের বিরুদ্ধে ঘটনা ধামাধাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3naBnk0
Previous article
Next article
Leave Comments
Post a Comment