Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36Chgp2
বম্বে হাইকোর্টে আজ রিয়া-শৌভিক জামিনের রায় ঘোষণা https://ift.tt/36GxlKy

এই সময় ডিজিটাল ডেস্ক : আজ ফের রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী এবং আরও তিন জনের জামিনের শুনানি হবে বম্বে হাইকোর্টে। আজই রায় জানাবে হাইকোর্ট। ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্তে নেমে সামনে উঠে আসে মাদক-যোগের প্রসঙ্গ। এনসিবি-র হাতে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই শৌভিক এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। এর আগে ২৯ সেপ্টেম্বর সাত ঘন্টার টানা ম্যারাথন সওয়াল-জবাবের পর রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন স্থগিত রাখে বোম্বে হাইকোর্ট। সকাল ১১টা থেকে শুনানি শুরু হয়ে তা চলে সন্ধে ৬.৪৫ পর্যন্ত। জাস্টিস এসপি কোটওয়াল বেঞ্চে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি চলে। রিয়া ও শৌভিক চক্রবর্তী ছাড়াও এদিন স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত এবং আবদুল বাসিত পরিহারের জামিনের শুনানিও হয় বোম্বে হাইকোর্টে। অন্যদিকে মঙ্গলবার, ৬ অক্টোবর মুম্বইয়ের NDPS (Narcotic Drug and Psychotropic Substances) আদালত রিয়া চক্রবর্তীর বিচারবিভাগীয় হেফাজত ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফলে আপাতত বাইকুল্লা জেলই রিয়ার ঠিকানা। আরও পড়ুন : রিয়া ও শৌভিক ছাড়াও ওই মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হওয়া বাকি ১৮ জনের হেফাজতে থাকার মেয়াদও ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত। গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে। তাঁকে গ্রেফতার করার পর ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গ্রেফতার হওয়ার পর তাঁকে ডাক্তারি পরীক্ষা এবং কোভিড টেস্টের জন্যে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের সিওন হাসপাতালে। সেই রাতে এনসিবি-র হেফাজতেই রাখা হয়েছিল তাঁকে। পরদিন তাঁকে স্থানান্তরিত করা হয় বাইকুলা জেলে। রিয়া তাঁর জামিন আবেদনে লিখেছিলেন তাঁকে জোর করে বয়ানে সই করা হয়েছে। তাঁর মুখে এমন কথা বসানো হয়েছে যা তিনি বলেননি। মাদকের কারবারে জড়িত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া ও শৌভিকের অইনজীবী সতীশ মানশিন্দে বম্বে হাইকোর্টে দুই ভাইবোনের জামিনের আবেদন করেন। কিন্তু বুধবার খুব বেশি বৃষ্টি থাকায় সেই শুনানি হয়নি। জামিনের আর্জিতে রিয়া জানিয়েছেন, সুশান্ত নিজেই যে শুধু ড্রাগ নিতেন এমন নয়। বাড়ির বাকি সদস্যদেরও মাদক সংগ্রহ কার জন্য নির্দেশ দিতেন। রিয়া আরও জানান, 'সুশান্ত বেঁচে থাকলে যদি ওঁর বিরুদ্ধে ড্রাগ নেওয়ার এই অভিযোগ উঠত তাহলে ওকেও জেলে যেতে হত। হয়তো ওর সাজা হত জামিনযোগ্য এবং খুব বেশি হলে এক বছরের কারাদন্ড হত। সুশান্ত আমার ভাইকেও সুযোগ পেয়ে ব্যবহার করেছে। নীরজকে প্রায়ই সুশান্ত অর্ডার করত ওঁর জন্য গাঁজা বানিয়ে রাখার জন্য। মৃত্যুর তিনদিন আগেও সউসান্তের নির্দেশে একটি বাক্সে গাঁজা ভরে রেখেছিল নীরজ। ওঁর মৃত্যুর পর বেডরুম থেকেই সেই খালি বাক্স পাওয়া যায়। এর থেকেই বোঝা যায়, নিজের স্বার্থসিদ্ধির জন্য কীভাবে ও সবাইকে ব্যবহার করত'। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36Chgp2
Previous article
Next article
Leave Comments
Post a Comment