Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3n30zc2
আয়ের উপরে সম্পূর্ণ করছাড়, কিনতে পারেন এই ৪ সুরক্ষিত বন্ড... https://ift.tt/349K9py

এই সময় ডিজিটাল ডেস্ক: লগ্নির অন্যতম জনপ্রিয় পথ হল বন্ড কেনা। কয়েক বছর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বাজারে ছাড়ে। অর্থাৎ এই বন্ড থেকে বছরের শেষে সুদ বাবদ লগ্নিকারী যে অর্থ আয় করবেন তার কোনও কর দিতে হবে না। পাশাপাশি এই সংস্থাগুলির মাথার উপরে কেন্দ্রীয় সরকারের ছাতা থাকায় প্রাপ্য অর্থ ফেরত নিয়েও কোনও সংশয় সেই। ফলে নির্দিষ্ট সময়ে সময়ে আয়ের অর্থ ঘরে ঢোকা প্রায় নিশ্চিত। এই প্রতিবেদনে এমন চারটি বন্ডের তথ্য তুলে ধরা হল যেগুলি ভারতে করমুক্ত। এই বন্ডগুলি বিভিন্ন স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত এবং বেচাকেনা চলছে। আসুন বিশদে জেনে নেওয়া যাক: >> REC N6 সিরিজ বন্ড : রাষ্ট্রায়ত্ত সংস্থা রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন (REC) একটি নবরত্ন কোম্পানি। ২০১৩ সালে এন৬ সিরিজের বন্ড বাজারে ছাড়ে তারা। এই বন্ড ঘিরে লগ্নিকারীদের মধ্যে হইচই পড়ে গিয়েছিল। আরইসি'র N6 সিরিজের বন্ডে বার্ষিক ৮.৪৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে, যা করমুক্ত। এই বন্ডগুলির বৈধতা ২০২৮ সাল পর্যন্ত। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) নথিভুক্ত হওয়ায় সেখান থেকে REC N6 Bond কেনা এবং বিক্রি করা যাবে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই বন্ডগুলিতে সুদ পাওয়া যায়। REC N6 বন্ড AAA রেটিং প্রাপ্ত এবং এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়ায় বন্ড সম্পূর্ণ সুরক্ষিত। এই বন্ডগুলির ফেসভ্যালু মাত্র ১,০০০ টাকা। তবে বর্তমানে এগুলোর মূল্য দাঁড়িয়েছে ১,৩০০ টাকা। যার অর্থ এই বেশি দামে এই এখন বন্ড কিনলে লগ্নিকারীর মুনাফার আঙ্ক কমতে পারে। >> N2 সিরিজ বন্ড: এই বন্ডটি আবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়েছে এবং কেনাবেচা করা যাচ্ছে। HUDCO N2 সিরিজের বন্ডে সুদের হার ৮.২ শতাংশ এবং এই সুদ বার্ষিক পাওয়া যাবে। ২০১২ সালের মার্চ মাসে এই বন্ডগুলি ইস্যু করা হয়। এগুলি ২০২৭ সাল পর্যন্ত বৈধ। HUDCO N2 সিরিজে বন্ডগুলি AA রেটিংপ্রাপ্ত। তবে HUDCO রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ায় এক্ষেত্রে খেলাপি হওয়ার বিষয়টি আশা করা যায় না। বর্তমানে এই বন্ডটির দাম ১,২০০ টাকার আশেপাশে ঘরোফেরা করছে। যার অর্থে এই দামে বন্ড কিনলে লগ্নিকারীর ৮.২ শতাংশের অনেক কম টাকা সুদ বাবদ আয় করতে পারবেন। আরও পড়ুন: >> NEC N5 সিরিজ বন্ড: রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশনের N5 সিরিজের বন্ডে সুদের হার বেশ কিছুটা কম। বিশেষত, আগে উল্লিখিত N6 সিরিজে যেখানে ৮.৪৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে সেখানে N5 সিরিজে তা মাত্র ৮.০১ শতাংশ। এই বন্ডের ফেসভ্যালু ১,০০০ টাকা হলেও বর্তমানে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,২০০ টাকা। ফলে এই টাকায় এখন কেউ বন্ড কিনলে তাঁর লাভের অঙ্ক কমে ৬.৪ শতাংশে নেমে আসতে পারে। >> HUDCO N3 সিরিজ: N3 সিরিজের বন্ডে HUDCO ৮.১ শতাংশ সুদ দিচ্ছে। ২০১২ সালের মার্চ মাসে এই বন্ড বাজারে ছাড়া হয়েছে। এগুলির বৈধতা ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত। বর্তমানে ১,১০০ টাকার ধারেকাছে এই বন্ডগুলি ঘোরাফেরা করছে। যার অর্থ এই দামে কিনলে আয়ের অঙ্ক কমে ৭.২ শতাংশে নেমে আসতে পারে। >> করমুক্ত বন্ডে কেন লগ্নি করবেন: এখানে যে সমস্ত করমুক্ত বন্ডের কথা আলোচনা হল সেগুলিতে হয়তো আয়ের অঙ্ক কিছুটা কম। কিন্তু যাঁরা উচ্চ আয়ের আওতায় পড়েন তাঁদের ক্ষেত্রে এখানে লগ্নি লাভজনক হতে পারে। কারণ করছাড়ের সুযোগ। তা ছাড়া ব্যাংকে বর্তমানে ফিক্সড ডিপোজিটে যা সুদ পাওয়া যাচ্ছে তার তুলনায় এখানে রিটার্ন ভালো। তা ছাড়া ব্য়াংকে ডিপোজিট করের আওতায় পড়ে। আর যারা মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত তাঁদের ক্ষেত্রে করমুক্ত বন্ড ভালো বেট হতে পারে। আরও পড়ুন: এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3n30zc2
Previous article
Next article
Leave Comments
Post a Comment