Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2GzFtRT
আজ খড়গপুরে মুখ্যমন্ত্রী, কোভিড টেস্টের রিপোর্ট দেখেই মমতার সভায় থাকার অনুমতি https://ift.tt/2F2T4Rd

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার আবহে মুখ্যমন্ত্রীর জেলা সফরে তাঁর স্বাস্থ্যসুরক্ষা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ করছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলার শীর্ষ আধিকারিক থেকে মাইকম্যান, এমনকী চা-বিক্রতার পর্যন্ত করোনা পরীক্ষা হবে। রিপোর্টের ভিত্তিতে নেগেটিভ করোনা পাশ পেলে, তবেই তিনি প্রশাসনিক বৈঠকে প্রবেশের অনুমতি পাবেন। কিন্তু, তার পরেও কোভিডের আরও কিছু সুরক্ষা বিধি থাকছে। জীবাণুমুক্ত হয়ে মুখে মাস্ক পরে ঢুকতে হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, সবমিলিয়ে প্রায় ৪০০ জনের করোনা পরীক্ষা হবে। এর মধ্যে আরটি-পিসিআর হবে একশো জনের মতো। বাকিদের অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা। অতিমারীর মধ্যে দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রীর এটি প্রথম প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি দেখছেন, এমন এক আধিকারিকের কথায়, 'আমাদের কাজ মুখ্যমন্ত্রীকে রক্ষা করা। এমনিতেই তার বয়স ৬৫বছরের উপরে। কোভিড প্রোটোকল অনুযায়ী তিনি সুপার হাই রিস্ক। এই অবস্থায় কোনও ঝুঁকি নেওয়া যায় না।' জানা গিয়েছে, এ বার খড়্গপুর বিদ্যাসাগর শিল্পতালুকের স্টেডিয়ামে এই বৈঠকের ব্যবস্থা হয়েছে। প্রায় ২০ হাজার বর্গফুটের অস্থায়ী ছাউনিতে ১২০ জনের বসার ব্যবস্থা। মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়া মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ ৫-৬ জন আমলা থাকবেন। মঙ্গলবার বেলা সাড়ে তিনটেয় হেলিকপ্টারে খড়্গপুর পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। বৈঠক শুরু বিকেল ৪টেয়। এক ঘণ্টার বৈঠক সেরে তিনি চলে যাবেন ঝাড়গ্রামে। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ডেবরা অডিটোরিয়ামে শেষবার বৈঠক করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যাঁরা রেশন তোলেন না তাঁদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা, খাসজঙ্গলের জমির স্বত্ব ফিরিয়ে দেওয়ার সমীক্ষায় খড়্গপুরের পুরপ্রধানকে নিয়ে যাওয়ার নির্দেশ, মেদিনীপুর পুরসভায় নিয়মিত বৈঠকের জন্য মহকুমাশাসককে নির্দেশ দেওয়ার পাশাপাশি বেআইনি বালি খাদানের বাড়বাড়ন্তে ধমক দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আজ কৃষি থেকে সেচ, খাসজমির স্বত্ব, খড়্গপুর স্টেডিয়াম, হাসপাতালের আইসিইউ, পুজো প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল জানান, করোনা আবহে বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় সব রকম বন্দোবস্ত করা হয়েছে। মাইকম্যান, ক্যাটারিং সংস্থার কর্মী, দমকল কর্মীদের করোনা পরীক্ষা হবে। বৈঠকে প্রবেশপথে থাকছে দু'টি স্যানিটাইজার ট্যানেল। এ ছাড়া সভাস্থলে একাধিক 'স্যানিটাইজার ডিসপেন্সার'ও থাকছে। সেখানে পা দিয়ে চাপলেই মিলবে স্যানিটাইজার। সভায় ঢোকার আগে আধিকারিকদের দেওয়া হবে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড, ও হ্যান্ড স্যানিটাইজারের কিট। আরও পড়ুন: জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাস্থলেই একটি আলাদা শিবিরের ব্যবস্থা করা হচ্ছে অ্যান্টিজেন নমুনা সংগ্রহের জন্য। সকাল ৯টা থেকে লাইন দিয়ে অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। তার পর রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। নমুনা নেগেটিভ এলে, সিকিওরিটি পাসের মতো করোনা পাস নিয়ে ঢুকতে হবে। উল্লেখ্য, করোনা কালের কথা স্মরণ রেখেইএবার স্বল্প সংখ্যক আধিকারিকদের নিয়ে সভা করছেন মুখ্যমন্ত্রী। এবার করোনা পরিস্থিতির মুখে ওই স্বল্প পরিসরে সম্ভব নয় বলেই সভাস্থল বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক বা শিল্প তালুকে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই এখন চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ। এখানে সভা শেষ করে চপারে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। রাজবাড়িতে রাত কাটিয়ে বুধবার ফের হাজির হবেন ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে। গতবার বৈঠকে মমতা জানিয়ে গিয়েছিলেন লালগড়ে আদিবাসী শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গড়িমসি চলবে না। কিন্তু, এখনও হাজার দু'য়েক আবেদন পড়ে আছে বলে খবর। ঝাড়গ্রাম ব্লকের মেউদিপুর-আমদই বেহাল রাস্তা সারানোর কথা বলে গিয়েছিলেন। রাস্তাটি এখনও বেহাল। ঝাড়গ্রাম শহরে তিনটি ওয়ার্ডে খাস হয়ে যাওয়া রায়তি জমির সমস্যা মেটাতে দ্রত পদক্ষেপ করার কথা বলেছিলেন। সেই সমস্যা কিন্তু মেটেনি। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঝাড়গ্রামবাসী। স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনিক সভার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2GzFtRT
Previous article
Next article
Leave Comments
Post a Comment