জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাক গোলায় শহিদ জওয়ান, জখম অফিসার-সহ ২ https://ift.tt/3iuY3IZ - MAS News bengali

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাক গোলায় শহিদ জওয়ান, জখম অফিসার-সহ ২ https://ift.tt/3iuY3IZ

এই সময় ডিজিটাল ডেস্ক: বিনা প্ররোচনায় জম্মু-কাশ্মীরের বিভিন্ন সেক্টরে পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি চলছে। মঙ্গলবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় পাক গোলাবর্ষণের আঘাতে শহিদ হয়েছেন ভারতীয় সেনা বাহিনীর এক জওয়ান। জখম হয়েছেন এক সেনা অফিসার-সহ আরও দু'জন। সেনার তরফে আগে এক বিবৃতিতে অফিসার-সহ তিন সেনা জওয়ানের ঘায়েল হওয়ার খবর ঘোষণা করা হয়েছিল। পরে, রাতের দিকে আহত এক জওয়ান হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় মারা যান। সেনা সূত্রে খবর, এদিন বেলায় রাজৌরির সুন্দরবনি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাতে শুরু করে পাকিস্তান। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টার শেলও ছোড়া হয়েছে। তাতেই ভারতীয় সেনা বাহিনীর এক অফিসার-সহ তিন জন ঘায়েল হন। পরে, এক জওয়ানের মৃত্যু হয়। বাকি দু-জন সেনা হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন। ১৪ সেপ্টেম্বর কেন্দ্রের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়, জম্মুর এলওসি বরাবর চলতি বছর এখনও পর্যন্ত ৩,১৮৬ বার সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই হিসেব তুলে ধরা হয়েছে। আবার ১ জানুয়ারি থেকে ৩১ অগস্টের মধ্যে জম্মু অঞ্চলের ইন্দো-পাক আন্তর্জাতিক সীমান্তে ক্রস-বর্ডার ফায়ারিংয়ের ঘটনা ঘটেছে ২৪২ বার।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3c9kZuX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads