মুদি দোকানের মধ্যে ষোড়শীকে ধর্ষণ করল ৬০-র বৃদ্ধ, সঙ্গী আরও তিন https://ift.tt/2Ri1xme - MAS News bengali

মুদি দোকানের মধ্যে ষোড়শীকে ধর্ষণ করল ৬০-র বৃদ্ধ, সঙ্গী আরও তিন https://ift.tt/2Ri1xme

এই সময় ডিজিটাল ডেস্ক: পঞ্জাবের পাতিয়ালায় মুদিখানার মশালাপাতি আনতে গিয়ে গণলালসার শিকার হল ১৬-র এক কিশোরী। মুদিখানার মধ্যে জোর করে আটকে রেখে ওই করার অভিযোগ উঠছে। কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনায় জড়িত চার জনের মধ্যে তিন জনই গ্রেফতার হয়েছে। ধৃতদের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে। বাকি একজনের বয়স ৬০। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের এই ঘটনাটি ঘটেছে অগস্টে। মুদিখানার মালপত্র আনতে গেলে, জোর করে কিশোরীকে দোকানের ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের মধ্যে একজন ওই মুদি দোকানের মালিক। ঘটনার কথা কাউকে জানালে, ফল ভালো হবে না বলে তারা শাসায় ওই কিশোরীকে। ভয়ে বাড়িতে এসে ঘটনার কথা গোপন করে গিয়েছিল ওই কিশোরী। প্রায় একমাস ঘটনার কথা বাড়ির কাউকে বলেনি নির্যাতিতা কিশোরী। অভিযুক্তরাও পেয়ে বসেছিল। ইদানীং রাস্তায় বেরোলে কটূক্তি করাও শুরু করেছিল অভিযুক্তরা। তাই ঘরের বাইরেও সে বেরোতে চাইছিল না। মেয়ের মধ্যে হঠাত্‍‌ এই পরিবর্তনে সন্দেহ হয় মায়ের। এ নিয়ে জানতে চাইলে, প্রায় এক মাস আগের ঘটনার কথা জানায়। শুক্রবার মেয়ের মুখে সব ঘটনা শুনে, থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ দায়ের করে পরিবার। ত্রিপুরী থানার এসএইচও হরজিন্দর সিং ধিলান জানান, মূল কালপ্রিট-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ জনকে এখনও ধরা যায়নি। ধর্ষিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। মেয়েটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। তবে, রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি। রিপোর্টে কী আসে, পুলিশ তার অপেক্ষা করছে। তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে আইপিসি ও পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অপর আর একটি ধর্ষণের ঘটনা ঘটেছে দিল্লির অদূরে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, বছর পেনেরোর কিশোরীকে ধর্ষণ করে বছর বাইশের এক যুবক। ঘটনার ভিডিয়ো করে ছেলেটির বাকি ছয় বন্ধু। এর পর হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ভিডিয়ো শেয়ার করা হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত-সহ বাকি ছ'জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও আইপিসির একাধিক ধারা দেওয়া হয়েছে। ধর্ষিতা নাবালিকা হওয়ায়, পকসো আইনে পৃথক আর একটি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া সাইবার আইনেও আর একটি মামলা রুজু করেছে পুলিশ। ধৃতরা জেরায় তাদের দোষ কবুল করেছে বলে পুলিশের দাবি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3mjZuMu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads