Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3bypNcQ
গোরুকে বাঁচাতে গিয়ে কনভয়ের পরপর ধাক্কা, অল্পের জন্য রক্ষা চন্দ্রবাবুর https://ift.tt/2ESYZbH

এই সময় ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তেলুগু দেশম পার্টির সভাপতি এন চন্দ্রবাবু নাইডু। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেলেঙ্গানার যাদাদ্রি ভোংগির জেলায় দুর্ঘটনার কবলে পড়ে চন্দ্রবাবুর কনভয়। কনভয়ের সামনে থাকা দু'টি গাড়ির মধ্যে জোরে ধাক্কা লাগলেও অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি অক্ষত রয়েছে। তাঁর কোনও চোট আঘাত লাগেনি। তবে, ন্যাশনাল সিকিওরিটি গার্ড, এনএসজি'র তিন অফিসার দুর্ঘটনায় জখম হয়েছেন। এনএসজির বুলেট প্রুফ গাড়িটিও বাজেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বিজয়ওয়াড়া-হায়দরাবাদ জাতীয় সড়কের (NH-65) উপর চৌটুপল ব্লকের দন্দমলকাপুরম গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে চন্দ্রবাবুর গাড়ি। অমরাবতীর বাড়ি থেকে কনভয় নিয়ে তিনি হায়দরাবাদে ফিরছিলেন। চৌটুপলের পুলিশ ইনস্পেক্টর চ ভেঙ্কন্না জানান, সাতটি গাড়ির কনভয় নিয়ে অমরাবতী থেকে হায়দরাবাদে ফিরছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। কনভয়ে তাঁর গাড়ির আগে-পিছে তিনটে করে গাড়ি ছিল। দন্দমলকাপুরম গ্রামের কাছে হঠাত্ই কনভয়ের সামনে এসে পড়ে একটি গোরু। গোরুটি ঠিক সেসময় রাস্তা পেরোচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে কনভয়ের একদম সামনের এসকর্ট গাড়িটিকে হঠাত্ই ব্রেক কষতে হয়। যার ফলে কনভয়ের দ্বিতীয় গাড়িটি (জ্যামার) নিয়ন্ত্রণ হারিয়ে এসকর্ট গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। একে একে পিছনের পাঁচটি গাড়িকেও সাডেন ব্রেক কষতে হয়। কিন্তু, তাতেও কনভয়ে থাকা তৃতীয় বুলেটপ্রুফ গাড়িটি সংঘাত এড়াতে পারেনি। দ্বিতীয় গাড়িটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তৃতীয় গাড়িটির সামনের অংশ তুবড়ে যায়। তবে, প্রথম দু'টি গাড়ির কোনও ক্ষতি হয়নি। এই তৃতীয় গাড়িটি ছিল এনএসজির। আরও পড়ুন: আরও পড়ুন: নাইডু ছিলেন কনভয়ের চতুর্থ গাড়িটিতে। দুর্ঘটনা এড়াতে সেই গাড়ির চালককেও সাডেন ব্রেক কষতে হয়েছিল। তবে, চন্দ্রবাবুর কপাল ভালো তাঁর গাড়ির সামান্য ক্ষতিও হয়নি। তিনিও অক্ষত। এতটুকু চোট-আঘাত লাগেনি। টিডিপির তরফে দুর্ঘটনার খবরের সত্যতা স্বীকার করে বলা হয়েছে, এনএসজির তিন রক্ষী জখম হয়েছেন। তবে, আঘাত তেমন গুরুতর নয়। চন্দ্রবাবুর চোট-আঘাত লাগেনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির বদলে এনএসজির জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করা হয়। তার পরেই গন্তব্যের দিকে রওনা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার আগে প্রায় কুড়ি মিনিটের মতো চন্দ্রবাবুকে রাস্তায় অপেক্ষা করতে হয়। তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু তেলুগুর দুই রাজ্যেই জেড প্লাস সিকিওরিটি পান। এলিট এনএসজি তাঁর সুরক্ষায় রয়েছেন। জানা গিয়েছে, এদিনের দুর্ঘটনায় পুলিশ কোনও মামলা রুজু করেনি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3bypNcQ
Previous article
Next article
Leave Comments
Post a Comment