সৌরভের একটা সিদ্ধান্তই বদলে দিয়েছিল ধোনির কেরিয়ার, 'ফাঁস' সেহওয়াগের https://ift.tt/ZkCs91v - MAS News bengali

সৌরভের একটা সিদ্ধান্তই বদলে দিয়েছিল ধোনির কেরিয়ার, 'ফাঁস' সেহওয়াগের https://ift.tt/ZkCs91v

ভারতীয় ক্রিকেটে যতজন কিংবদন্তির নাম এখন উঠে আসে তাদের মধ্যে অধিকাংশই তাঁদের ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের অধীনে। কঠিন সময় থেকে ভারতীয় ক্রিকেটকে টেনে তুলে একটা নতুন যুগের সূচনা করেছিলেন। আর এই যুগের সূচনা করতে তাঁর সঙ্গী ছিল একাধিক তরুণ প্লেয়ার। যাদের মধ্যে অন্যতম নাম বীরেন্দ্র সেহওয়াগ। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর ক্রিকেটার হওয়ার পিছনে মহারাজের ভূমিকা কতটা। তবে মহেন্দ্র সিং ধোনিকে সেরা করার পিছনে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ত্যাগ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামনে আসে। যেখানে দেখা যায় সাক্ষাৎকার দিচ্ছেন সেহওয়াগ, সঙ্গে রয়েছেন সৌরভ। সেখানে ধোনিকে তৈরি করার পিছনে সৌরভের ত্যাগের কথা জানান সেহওয়াগ। তিনি বলেন, ‘প্রথমে দাদা ওপেনিং ছাড়লেন আমার জন্য। এরপর নিজের তিন নম্বর ছাড়েন ধোনির জন্য। দাদাই ধোনিকে তিন নম্বরে পাঠিয়েছিল, নিজে চার নম্বরে নামত। যদি ধোনিকে তিন নম্বরে না দিয়ে ৬ নম্বরেই রাখত তাহলে ধোনি এই বড় ক্রিকেটার হতে পারতেন না।’সরাসরি কিছু না বললেও নিজে কোনও কৃতিত্ব না নিয়ে বিষয়টা নিয়ে মুখ খোলেন সৌরভ। তিনি বলেন, ‘প্লেয়ার এভাবেই তৈরি হয়। প্লেয়ারকে আগে এগিয়ে দিতে হবে। প্লেয়ারকে যত পিছনের দিকে ঠেলে দেবে ও নিজেকে প্রমাণ করতে পারবে না।’ জানা গিয়েছে সৌরভের পরামর্শেই ঘরোয়া ক্রিকেট থেকে ধোনিকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। তবে তাঁর শুরুটা খারাপ হয়েছিল। যবে থেকে তিনি ছন্দ পেলেন তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। সর্বকালে সফল অধিনায়ক হয়েছেন তিনি। আর এই সফল হওয়ার যাত্রা শুরু হয়েছিল মহারাজের হাত ধরে। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। সেই ম্য়াচে তিনি করেন শূন্য রান। সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তিনি করেন ১২ রান। তৃতীয় ম্যাচে মাত্র সাত রান করেছিলেন। নিজের পুরো কেরিয়ারে ধোনি ৩ নম্বরে ব্যাট করেছিলেন ১৬টা ম্যাচে। সর্বোচ্চ ১৮৩ রান করেন তিনি এই পজিশনেই ব্যাট করতে নেমে। মোট ৯৯৩ রান করেছিলেন তিনি তিনে ব্যাট করতে নেমে।অন্যদিকে ওপেনার হিসেবে বীরেন্দ্র সেহওয়াগ কী করেছিলেন তা আর আলাদা করে বলার অবকাশ রাখে না। ওপেন না করতে পারলে তিনি নিজেকে যে প্রমাণ করতে পারলেন না সেটা জানিয়েছেন অতীতে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/gAJ3OEV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads