জঘন্য বোলিংয়েই হাতছাড়া ম্যাচ, হেরে গিয়ে 'অগ্নিশর্মা' বাবর আজম https://ift.tt/u96Wt1G - MAS News bengali

জঘন্য বোলিংয়েই হাতছাড়া ম্যাচ, হেরে গিয়ে 'অগ্নিশর্মা' বাবর আজম https://ift.tt/u96Wt1G

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জঘন্য বোলিং এবং ফিল্ডিং করল পাকিস্তান ক্রিকেট দল। আর সেকারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত লজ্জার হার স্বীকার করে নিলেন বাবর আজমেরা। শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল।এই ম্য়াচে টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। আর এখানেই বাজিমাৎ করে বেরিয়ে যায় টিম অস্ট্রেলিয়া। ক্যাঙারু দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ এই সুযোগটা কাজে লাগান এবং পাহাড়প্রমাণ একটা স্কোর খাড়া করেন। পঞ্চম ওভারে ১০ রানের মাথায় একটা জীবনদান পেয়েছিলেন ওয়ার্নার। তারপর থেকে তিনি আর কোনও সুযোগ দেননি। অবশেষে ১২৪ বলে তিনি ১৬৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শুক্রবার আবার মার্শের জন্মদিন ছিল। এদিন ৩২ বছর বয়সে পা দিলেন। তিনি এই ম্যাচে ১০৮ বলে ১২১ রান করলেন। তাঁরা দুজনে মিলে বিশ্বকাপ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ২৫৯ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন। এবার পাকিস্তানের বোলিং আক্রমণের কথায় আসা যাক। এই আক্রমণকে নেতৃত্ব দিলেন শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ। শুরুর দিকে তাঁরা অবশ্য অস্ট্রেলিয়ার কোনও উইকেট শিকার করতে পারেননি। তবে ইনিংসের শেষে আফ্রিদি ৫৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এবং হ্যারিস রউফ ৮৩ রান দিয়ে তিনটে। ততক্ষণে অবশ্য যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ৩৬৭ রান করেছে। এরপর রান তাড়া করতে নামে পাকিস্তান।এই ম্যাচের পাকিস্তানের ফিল্ডিং পারফরম্যান্সও সমানুপাতিক হারে খারাপ হয়েছে। তিনটে গুরুত্বপূর্ণ ক্যাচ তারা হাতছাড়া করেছে। তারা সুযোগ দিয়েছে বলেই অজি ব্যাটাররা রানের পাহাড় গড়তে পেরেছে। দিতে পেরেছে একটা কঠিন টার্গেট।শেষপর্যন্ত পাকিস্তান এই ম্যাচে ৩০৫ রানে অলআউট হয়ে যায়। আর সেকারণে তারা ৬২ রানে এই ম্যাচে পরাস্ত হয়েছে। পাকিস্তান তাদের খারাপ বোলিং এবং ফিল্ডিং পারফরম্যান্সের জন্যই যে এই ম্যাচটা হাতছাড়া করেছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আর সেইসঙ্গে চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান থেকে নেমে ষষ্ঠ স্থানে এসে দাঁড়িয়েছে।ম্যাচের শেষে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বললেন, এই ম্যাচে তাঁর দল প্রত্যাশা অনুসারে ফিল্ডিং এবং বোলিং করতে পারেনি। তবে অস্ট্রেলিয়া ইনিংসের শেষের দিকে তাঁর দলের বোলাররা যেভাবে কামব্যাক করেছে, তাতে তিনি উচ্ছ্বসিত। প্রশংসা করে বললেন, ওদের বিশ্বাস ছিল যে ঘুরে দাঁড়াতে পারবে। আর সেটাই করে দেখিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Jn9sXVh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads