আদৌ 'স্বার্থপর' বিরাট কোহলি, সেঞ্চুরি নিয়ে কীসের এত প্রশ্ন? https://ift.tt/tOXoSF9 - MAS News bengali

আদৌ 'স্বার্থপর' বিরাট কোহলি, সেঞ্চুরি নিয়ে কীসের এত প্রশ্ন? https://ift.tt/tOXoSF9

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত একটি শতরান করেন। এটা তাঁর একদিনের ক্রিকেট কেরিয়ারে ৪৮তম শতরান। তবে কিং কোহলি যে মেজাজে এই সেঞ্চুরিটা পূরণ করলেন, তা দেখে তাঁর অধিকাংশ ফ্যানেরাই যথেষ্ট উচ্ছ্বসিত হয়েছেন। তবে বাঁকা চোখে তাকিয়েছেন অনেকে। তাঁদের কথায়, নিজের শতরান করার জন্য বিরাট যেভাবে একের পর এক বল নষ্ট করছিলেন, সেটা নাকি তাঁর স্বার্থপর মানসিকতারই পরিচয় দেয়।কী হয়েছে ঘটনাটি?বাংলাদেশের বিরুদ্ধে একটা সময় ভারতের জয়ের জন্য ২ রান দরকার ছিল। আর বিরাটের শতরান পূরণ করতে ৩ রান। নাসুম আহমেদের ওভারে প্রথম দুটো বলে তিনি কোনও রান নেননি। তবে তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন তিনি সেইসঙ্গে নিজের শতরানও পূরণ করে ফেলেন। এরপরই কিং কোহলির মানসিকতা নিয়ে তাঁর সমালোচকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেই তাঁকে 'স্বার্থপর' তকমা দিয়েছেন। এমনকী, টুইটারেও বিষয়টা ট্রেন্ড হতে শুরু করে।সমালোচকরা কোহলিকে 'স্বার্থপর' বলতে শুরু করেবেশকিছু টুইটার ইউজার বলতে শুরু করেন যে নিজের সেঞ্চুরির জন্যই এই ম্যাচটা খেলছিলেন। কয়েকজন তো আবার একথাও বলে বসেন যে কোহলি নাকি তাঁদের মান-সম্মান একেবারে ডুবিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, এমন সেঞ্চুরি করার থেকে তো শূন্য রানে আউট হয়ে যাওয়া ভালো।দেখে নিন, করার ভিডিয়ো :আদৌ স্বার্থপরতার পরিচয় দিয়েছেন বিরাট?এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে, একটা বিষয় স্পষ্ট করে নেওয়া খুব দরকার। এমন একজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করা হচ্ছে যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি শতরান করেছেন। সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তাহলে সেটা আপাতত বিরাট কোহলিই। তাঁর আশপাশে আর কেউ এই দৌড়ে নেই। আরও একটা বিষয় হল, এই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেই তিনি সবথেকে কম ইনিংসে ২৬,০০০ রান আন্তর্জাতিক ক্রিকেটে পূরণ করেছেন। সচিন যেখানে এই রান করার জন্য ৬০০ ইনিংস খেলেছিলেন, সেখানে বিরাট কোহলি মাত্র ৫৬৭ ইনিংসে পূরণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করার তালিকায় এই মানুষটা চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছেন। তবে তিনি আপাতত যে ফর্মে রয়েছেন, তাতে শীর্ষস্থানে আসতে খুব বেশি বছর লাগবে না। এছাড়া তো রয়েছে হাজারো ছোটখাট রেকর্ড। ধরে নেওয়া যাক, সেই ক্রিকেটাররা নিজের শতরান করার জন্য না হয় ২ বল বেশিই খেলেছেন। কিন্তু, এত বছর ধরে তিনি দেশের মাথা যে উঁচু করে রেখেছেন, তার থেকে কি এই ২ বলের গুরুত্ব অনেক বেশি? যদিও সেই উত্তর এখনও পাওয়া যায়নি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/ht1E0RU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads