'ওকে শান্তিতে ঘুমোতে দিন, এখনও...', চন্দ্রযান-৩ নিয়ে কী জানালেন সোমনাথ? https://ift.tt/OhMIoWf - MAS News bengali

'ওকে শান্তিতে ঘুমোতে দিন, এখনও...', চন্দ্রযান-৩ নিয়ে কী জানালেন সোমনাথ? https://ift.tt/OhMIoWf

এখনও শেষ হয়নি আশা। এখনও চন্দ্রযান-৩ মিশনের রোভার প্রজ্ঞানের জেগে ওঠার আশা একটু হলেও বেঁচে রয়েছে। এমনটাই জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি জানিয়েছেন, আপাতত কোনও ভাবেই রোভার প্রজ্ঞানের ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না। রোভার প্রজ্ঞানকে নিজের মতো ঘুমোতে দেওয়া হচ্ছে। যদি নিজের থেকে জেগে উঠতে পারে আবার তবেই আবার 'ডবল বেনিফিটের'-সম্ভাবনা। তবে নিজের থেকে না উঠলে জোর করে আর 'কারিকুরি' করা যাবে না। বৃহস্পতিবার কোচিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান বলেন, 'ওখানে (চাঁদের মাটিতে) শান্তিতে ঘুমিয়ে আছে ও (রোভার প্রজ্ঞান)। ওকে শান্তিতে ঘুমোতে দেওয়া হোক। আমরা কেউ জ্বালাতন করব না। ও যখন নিজে জেগে উঠবে চাইবে তখন উঠবে জেগে। বর্তমানে আমি সেটাই বলতে চাই সকলকে।' পাশাপাশি ইসরো প্রধান এও জানিয়েছেন, ।'কী কারণে রোভার প্রজ্ঞান নিয়ে আশাবাদী ইসরো তাও মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, মিশনে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান যুক্ত রয়েছে। ল্যান্ডার বিক্রমের আকৃতি যেহেতু অনেকটাই বড়, তাই পুরোটা পরীক্ষা কার সম্ভব হয়নি। কিন্তু মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে রোভার কী রকম থাকবে তা পরীক্ষা করে দেখা হয়েছিল। সাফল্যও এসেছিল সেই পরীক্ষা। কাজ করছিল রোভার প্রজ্ঞান। তাহলে কেন এখনও পর্যন্ত জেগে উঠতে পারল না রোভার তা বুঝিয়ে দিয়েছেন ইসরো প্রধান। তিনি জানিয়েছেন, ৪২ দিন মিশনে বিকিরণের মুখে পড়ছে রোভার প্রজ্ঞান। ল্যান্ডিংয়ের সময় যে নড়াচড়া হচ্ছিল সেটার জন্য জেগে উঠতে কিছুটা সমস্যা হচ্ছে। সেই পরিস্থিতিতে রোভার জেগে উঠবে কিনা তা একেবারে হলফ করে বলা ভীষণই কঠিন। ইসরো প্রধান আগেই জানিয়েছিলেন, ইতিমধ্যেই সব লক্ষ্য পূরণ করেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। মিশনের সময় প্রচুর বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। সেইগুলি নিয়ে এখন কাটাছেঁড়া চলছে। চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান ২৩ অগাস্ট চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। আর ওই দিন রচিত হয়েছিল এক নতুন ইতিহাস। বিশ্বের মধ্য়ে প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে মহাকাশযান অবতরণ করায়। সার্বিক ভাবে চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণ করিয়েছে। ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে ৪ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর ঘুম পাড়িয়ে দেয় ইসরো। ২২ সেপ্টেম্বর তারা আবার পুনরায় ঘুম থেকে উঠতে পারে বলে আশা করা হচ্ছিল। তবে সেই আশা পূর্ণ হয়নি। ল্যান্ডার ও রোভার এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে সেগুলি সূর্যের আলোতেই কাজ করতে পারে। রাত নামলে, সূর্যের আলো না পেলে অক্ষম হয়ে যায় যন্ত্রপাতিগুলি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/SNpbK2T
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads