চন্দ্রযান ৩-র সাফল্যে চোখ টাটানি, মহাকাশ গবেষণায় কত পিছিয়ে পাকিস্তান? https://ift.tt/Yve56On - MAS News bengali

চন্দ্রযান ৩-র সাফল্যে চোখ টাটানি, মহাকাশ গবেষণায় কত পিছিয়ে পাকিস্তান? https://ift.tt/Yve56On

চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র এই সাফল্যকে নিশানা করতে গিয়ে ট্রোলিংয়ের শিকার প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এই আবহে সামনে এসেছে আরও একটি প্রশ্ন। একুশ শতকে কোথায় দাঁড়িয়ে আছে ভারত ও পাকিস্তানের মহাকাশ গবেষণা? সম্প্রতি এই নিয়ে Daily Times-এ প্রকাশিত প্রতিবেদনে ভারত ও পাকিস্তানের মহাকাশ গবেষণার তুলনামূলক আলোচনা করা হয়। সেখানে চিরশত্রু প্রতিবেশী দেশটির থেকে নয়াদিল্লি যে শত যোজন এগিয়ে রয়েছে, তা এক বাক্যে শিকার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৬১-তে পাকিস্তানে মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন প্রতিষ্ঠা করেন নোবেলজয়ী পদার্থ বিজ্ঞানী আবদুস সালাম। তার পর ৬২ বছর কেটে গেলেও মহাকাশ গবেষণায় সেভাবে উন্নতি করতে পারনি ভারতের পশ্চিম পাড়ের প্রতিবেশী দেশ। আজও অন্য দেশের মাধ্যমেই মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠায় পাকিস্তান। প্রসঙ্গত, স্বাধীনতার পর একটানা দীর্ঘদিন সেনা শাসনে থেকেছে ইসলামাবাদ। ৭৫ বছরের স্বাধীনতায় মোট চারবার সেনা অভ্যুত্থান ঘটেছে সেখানে। বিশেষজ্ঞদের দাবি, এটাই মহাকাশ গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়েছে পাকিস্তানের। কারণ কোনও সেনা শাসকই সেভাবে মহাকাশ গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করেননি। ১৯৮০-র দশকে প্রেসিডেন্ট জেনারেল জিয়া উল হক কিছুটা প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে এলেও সেটা বেশিদিন স্থায়ী হয়নি।আর দ্বিতীয় কারণ হিসেবে উঠেছে এসেছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা। প্রতিবেশী দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলির অধিকাংশই কট্টরপন্থী মুসলিম ধর্মগুরুদের দ্বারা পরিচালিত। গত বছর পাকিস্তানে সবার জন্য এক সিলেবাস চালু করার চেষ্টা করা হয়। ভাষা সমস্যার জেরে কিছুদিনের মধ্যেই যা মুখ থুবড়ে পড়ে। এখনও পাকিস্তানের অধিকাংশ পড়ুয়ার প্রাথমিক শিক্ষার জন্য ভরসা সেই মাদ্রাসা। উর্দুতে ইংরেজি লেখা শেখে তারা। যা উচ্চ শিক্ষায় বড় বাধা হয় তাদের। Daily Times-র প্রতিবেদন অনুযায়ী, ভারতের শিক্ষা ব্যবস্থা সেদিক থেকে অনেকটাই মজবুত। সবচেয়ে বড় কথা হল তথ্য প্রযুক্তিতে গত কয়েক বছরে প্রভুত উন্নতি করেছে ভারত। যা মহাকাশ গবেষণাতেও সুবিধা করে দিয়েছে তাঁদের।১৯৬২-তে ভারতের মহাকাশ গবেষণার জন্য জাতীয় কমিটি প্রতিষ্ঠা করেন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। ১৯৬৯-র ১৫ অগাস্ট জন্ম হয় ISRO-র। শীত যুদ্ধের সময় সোভিয়েত রাশিয়ার থেকে মহাকাশ গবেষণায় প্রভুত সাহায্য পেয়েছিল নয়াদিল্লি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/uivjpL0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads