ডুরান্ড কাপের প্রচারে অভিনব পন্থা, প্রথমবার বেস জাম্পিং দেখবে কলকাতা https://ift.tt/xl30mgY - MAS News bengali

ডুরান্ড কাপের প্রচারে অভিনব পন্থা, প্রথমবার বেস জাম্পিং দেখবে কলকাতা https://ift.tt/xl30mgY

মঙ্গলবার বিকেলবেলা এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকবে শহর কলকাতা। চৌরঙ্গিতে অবস্থিত 'The 42' বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেবেন ভারতীয় সেনাবাহিনীর দুই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। উদ্দেশ্য? আসন্ন ডুরান্ড কাপের নিয়ে প্রচারের লক্ষ্যেই এমন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। বেস জাম্পিংয়ের কয়েক সেকেন্ড পরই তাঁরা প্যারাশুট খুলে দেবেন এবং সহজেই মাটিতে পা রাখবেন। কোনও ফুটবল টুর্নামেন্টের প্রচার নিয়ে এমন অভিনব পন্থা আগে কখনও দেখতে পাওয়া যায়নি।জানা গিয়েছে, ওই দুই অবসরপ্রাপ্ত জওয়ানের নাম ক্যাপ্টেন কমল সিং ওবার্থ এবং লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা। এটা আসলে একটি অ্যাডভেঞ্চারাস স্পোর্টস। নাম বেস জাম্পিং। এই খেলাটির সঙ্গে আপনারা অনেকেই হয়ত অপরিচিত থাকবেন। আসলে বিভিন্ন চলচ্চিত্রে আপনারা স্কাই ডাইভিং দেখে থাকেন। এটা অনেকটা তেমনই। তবে এক্ষেত্রে কোনও বিমান থেকে ঝাঁপ দেওয়া হয় না। কোনও উঁচু বহুতল কিংবা সেতু থেকে ঝাঁপ দেওয়া হয়। যদিও দুটো ক্ষেত্রেই প্যারাশ্যুটের ব্যবহার অত্যাবশ্যক।কলকাতার একটি ইংরেজি দৈনিক সংবাদপত্রকে ওবার্থ জানিয়েছেন, 'এমন দৃশ্য কলকাতা যে আগে কখনও দেখেনি, তা আমি হলফ করে বলতে পারি। এই শহরের সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি আপাতত মঙ্গলবার লাফ দেওয়ার জন্য অপেক্ষা করছি।' প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে এই অনুষ্ঠানটি চলবে। তারমধ্যে এই বেস জাম্পিং যে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও ঠিক কোন সময় এই বেস জাম্পিং হবে, সেই ব্যাপারে উদ্যোক্তারা কিছু বলতে পারেননি।অপর বেস জাম্পার লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা বললেন, 'আমরা যখন কোনও বহুতল যে লাফ দিই, সেইসময় সচরাচর আমরা রাস্তার উপর এসে অবতরণ করি। কিন্তু, এখানে তো ময়দানের সবুজ গালিচা রয়েছে। ফলে ল্যান্ড করতে আমাদের আরও ভালো লাগবে।' তবে ঠিক কোন জায়গায় তাঁরা অবতরণ করবেন, সেই ব্যাপারে এখনই কিছু বলতে পারলেন না। এটা ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড হতে পারে কিংবা উত্তর-পূর্ব দিকে মিউজিক্যাল ফাউন্টেনও হতে পারে।এদিকে ১৪ শহর ঘুরে অবশেষে ডুরান্ড কাপের ট্রফিগুলো মঙ্গলবার শহর কলকাতায় এসে পৌঁছবে। আগামী ৩ অগাস্ট থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/xZhiE3P
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads