দরকার ৮ উইকেট, ত্রিনিদাদ টেস্টে জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া https://ift.tt/QHG321K - MAS News bengali

দরকার ৮ উইকেট, ত্রিনিদাদ টেস্টে জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া https://ift.tt/QHG321K

পোর্ট অফ স্পেনে আয়োজিত ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেল। টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের টার্গেট খাড়া করেছিল। জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আয়োজক দেশ ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে ফেলেছে। ম্যাচের চতুর্থ দিনও বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। দ্বিতীয় সেশনের খেলা প্রায় পুরোটাই বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচের শেষ দিনও আধঘণ্টা আগে খেলা শুরু হবে।ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেট শিকার করার জন্য প্রায় ৯৮ ওভার হাতে থাকবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে জিততে হলে ২৮৯ রান করতে হবে। ভারত প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৫৫ রানে শেষ হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া ১৮৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে। তবে রোহিতরা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮১ রান তুলেই ইনিংস ডিক্লেয়ার করে দেয়। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের থেকে টিম ইন্ডিয়া ৩৬৪ রানে এগিয়ে ছিল। আর সেকারণেই ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ৩৬৫ রানের টার্গেট পায়।চতুর্থ দিনের শুরুটা ওয়েস্ট ইন্ডিজ হাতে পাঁচ উইকেট এবং ঝুলিতে ২২৯ রান নিয়ে শুরু করেছিল। কিন্তু, মহম্মদ সিরাজ রবিবার একটু বেশিই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। আর সেকারণেই মাত্র ৭.৪ ওভারের মধ্যে ক্যারিবিয়ান ব্রিগেডের বাকি পাঁচটা উইকেট একের পর এক পড়ে যায়। প্রথম ইনিংসে সিরাজ মোট পাঁচটি উইকেট শিকার করেন। অন্যদিকে বাংলার স্পিডস্টার মুকেশ কুমার দুটো উইকেট শিকার করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনওক্রমে তাদের ফলোঅন বাঁচাতে সক্ষম হয়েছিল। আর সেকারণেই টিম ইন্ডিয়াকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নামতে হয়।দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা ঝোড়ো পারফরম্যান্স করতে শুরু করেন। অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ৭১ বলে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত তাঁর কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরিটা মাত্র ৩৫ বলে হাঁকান। রোহিত ৪৪ বলে পাঁচটি চার এবং তিনটে ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১২ ওভারের মাথায় বৃষ্টি শুরু হয়। সেই সময় আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছিল। দ্বিতীয় সেশনের তিন ওভার খেলা হতে না হতেই আবারও বৃষ্টি চলে আসে। যদিও এই তিন ওভারের মধ্যেই যশস্বী জয়সওয়াল নিজের উইকেটটা খুইয়ে বসেন। তিনি ৩০ বলে চারটে বাউন্ডারকি এবং একটি ছক্কার সাহায্যে ৩৮ রান করে আউট হল। এরপর শুভমান গিল এবং ঈশান কিষান ৬৮ বলে ৭৯ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে তোলেন। ঈশান ৩৩ বলে টেস্ট কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেন। একটা ছক্কা হাঁকিয়ে তিনি এই অর্ধ শতরান পূরণ করেছেন। ঈশানের হাফসেঞ্চুরির পরই রোহিত ইনিংস ডিক্লেয়ার করে দেন। অন্যদিকে শুভমান ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/90eHBQy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads