পার্ট-টাইম কাজের নামে ৭০০ কোটি প্রতারণা! হায়দরাবাদে চিনা চক্রের হদিশ, ধৃত ৯ https://ift.tt/ihkv3Nn - MAS News bengali

পার্ট-টাইম কাজের নামে ৭০০ কোটি প্রতারণা! হায়দরাবাদে চিনা চক্রের হদিশ, ধৃত ৯ https://ift.tt/ihkv3Nn

রুখতে বড়সড় সাফল্য পেল হায়দরাবাদ পুলিশ। ঘটনায় জড়িত একটি চিনা চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন ১৫ হাজার ভারতীয়। এক বছরের মোট ৭০০ কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন ভারতীয়রা। সূত্রে আরও জানানো হয়েছে যে ভারতীয় কাছ থেকে তোলা ৭০০ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রথমে দুবাই হয়ে চিনে পাঠানো হয়েছিল। তারপর সেই টাকার একাংশ হাত বদল করা হয় লেবাননের সন্ত্রাসবাদী সংগঠনের কাছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং দেশের তদন্তকারী সংস্থাগুলিতে সর্তক করা হয়েছে বলে জানিয়েছেন হায়দরাবাদ পুলিশের কমিশনার সিভি আনন্দ। তিনি বলেন, প্রতারিতদের মধ্যে উচ্চ বেতনের সফটওয়ার পেশাদার আছেন বলেও জানান। প্রায় ৮২ লক্ষ টাকা তাদের খোয়া গেছে বলে হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সিভি আনন্দ। ধৃতদের মধ্যে চারজন হায়দরাবাদ, তিনজন মুম্বই এবং দু’জন আহমেদাবাদ থেকে। আরও নয়জনের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে জানান তিনি। গত এপ্রিল মাসে হায়দরাবাদ পুলিশের ক্রাইম বাঞ্চের কাছে একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। ২৮ লক্ষ তারা খোয়া গেছে বলে লিখিতভাবে জানায় অভিযোগকারী। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে অনলাইনে পার্ট-টাইম কাজ দেওয়ার নাম করে টাকা আদায় করত চিনা চক্রটি। শুধু হায়দরাবাদ নয়, এই চক্রের জাল সারা ভারতে বিছিয়ে ফেলেছিল তারা। প্রাথমিক তদন্তে নেমে হায়দরাবাদ পুলিশ ৫৮৪ কোটি টাকার দুর্নীতি ধরে। এই সময় ৪৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মেলে। এরপর তদন্ত যত এগিয়েছে ততই বাড়তে থাকে আর্থিক প্রতারণার পরিমাণ। দুর্নীতি বেড়ে দাঁড়ায় ৭০০ কোটিরও বেশি। আর তার জন্য ১১৩টি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছিল চিনা প্রতারণা চক্রটি। পুলিশ জানিয়েছে, অনলাইনে পার্ট-টাইম কাজ দেওয়ার নাম করে ভুক্তভোগীকে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করতে বলত। পরে নতুন কাজের জন্য আরও টাকা বিনিয়োগ করতে বলত অভিযুক্ত চক্রটি। কাজের বিনিময়ে টাকা দিত তারা। তবে, বিনিয়োগের টাকা ফেরত পায়নি প্রতারিতরা। এ সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে, কাজ শেষ করতে না পারলে বিনিয়োগের টাকা ফেরত নয় বলে জানিয়েছিল প্রতারকরা। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্তরা চিনের বাসিন্দা। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/htWnQ83
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads