ভয়ঙ্কর দুর্ঘটনা, কথা বলতে বলতেই মাটিতে ঢলে পড়লেন ফুটবলার! ভাইরাল ভিডিয়ো https://ift.tt/dZ7R9zW - MAS News bengali

ভয়ঙ্কর দুর্ঘটনা, কথা বলতে বলতেই মাটিতে ঢলে পড়লেন ফুটবলার! ভাইরাল ভিডিয়ো https://ift.tt/dZ7R9zW

খেলার ময়দানে সমর্থকেরা বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকেন। কিন্তু, চোখের সামনে যে এমন ঘটনাও দেখতে হবে, সেটা বোধহয় কেউ কল্পনাও করেননি। প্রিমিয়ার লিগের প্রাক্তন গোলকিপার টেলিভিশনের পর্দায় লাইভ ইন্টারভিউ দিচ্ছিলেন। আচমকাই তাঁর মাথা ঘুরে যায় এবং সটান তিনি মাঠের মধ্যেই আছড়ে পড়েন। রবিবার রাতে রিয়াল মাদ্রিদ বনাম এসি মিলান প্রীতিম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটেছে। এই ম্যাচ শুরু হওয়ার আগে একজন ফুটবল বিশেষজ্ঞ হিসেবেই কথা বলছিলেন শাকা হিসলোপ। আর অন এয়ার থাকার সময়েই তিনি আচমকা অজ্ঞান হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখার পর ESPN-এর সঞ্চালক ডেন থমাস প্রচন্ড ভয় পেয়ে যান। তবে পরবর্তীকালে জানা যায় যে হিসলোপ সুস্থ আছেন। এই ঘটনা চোখের সামনে দেখার পর মাঠে উপস্থিত দর্শকেরাও যারপরনাই ভয় পেয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যেই হিসলোপের জ্ঞান ফিরে আসে। চিকিৎসকেরা জানিয়েছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ৫৪ বছর বয়সি হিসলোপ ওয়েস্ট হ্যাম এবং নিউ ক্যাসলের হয়ে গোলকিপিং করেছেন। ২০০৭ সালে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। আপাতত তিনি ESPN-এর ফুটবল বিশেষজ্ঞ হিসেবেই কাজ করেন। হিসলোপ যখন অজ্ঞান হয়ে যান, সেটাই সময়ের ফুটেজ রেকর্ড হয়ে যায়। তিনি মাঠের মধ্যে পড়ে যাওয়ার আগে প্রথমে কিছুটা এগিয়ে আসেন। তারপর তাঁর শরীরে একটা ঝাঁকুনি লক্ষ্য করা যায়। এই দৃশ্য দেখে থমাস রীতিমতো ঘাবড়ে যান। তিনি দ্রুত চিকিৎসকদের মাঠের মধ্যে চলে আসতে বলেন। ইতিমধ্যে ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। তবে ESPN-এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হিসলোপের জ্ঞান ইতিমধ্যেই ফিরে এসেছে। তারপরই এই ম্যাচ শুরু করা হয়েছে। ম্যাচের হাফ টাইমে থমাসও এই একই কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আমার বন্ধু, শাকা, এখানে আপাতত নেই। তবে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার থেকে এখন যথেষ্ট ভালো খবরই পাওয়া যাচ্ছে। ওঁর জ্ঞান ফিরে এসেছে। কথা বলছেন। আমার মনে হয়, এই ঘটনার কারণে উনি কিছুটা লজ্জাই পেয়েছেন। থমাস আরও বললেন, 'এই ঘটনার জন্য উনি ক্ষমা চেয়েছেন। কেউ ওঁকে নিয়ে মজা করুক, সেটা একেবারেই চান না। খুব তাড়াতাড়িই বিষয়টা পরীক্ষা করা দরকার। তবে স্বস্তির ব্যাপার এটাই যে ওঁর জ্ঞান ফিরে এসেছে। ওঁর স্ত্রীর সঙ্গে আমার কথা হয়। পরিস্থিতি স্বাভাবিক বলেই মনে হচ্ছে।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/TD9JKMn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads