তৃণমূলনেত্রীর ধর্না নিয়েও চাপানউতোর https://ift.tt/tNv37DF - MAS News bengali

তৃণমূলনেত্রীর ধর্না নিয়েও চাপানউতোর https://ift.tt/tNv37DF

এই সময়: 'কেন্দ্রের বঞ্চনা'র প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কাল, বুধবার থেকে কলকাতায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসছেন। তৃণমূলনেত্রীর এই ধর্না কর্মসূচি দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে প্রভাবিত করার চেষ্টা বলে অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিল্লিতে সংসদভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর বিজেপির কেন্দ্রীয় দপ্তরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু এই অভিযোগ করেন। তবে বিরোধী দলনেতার সঙ্গে অমিত শাহ, জেপি নাড্ডাদের বৈঠককে 'বাংলা-বিরোধী গ্যাং'য়ের বৈঠক বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা শুভেন্দুর সঙ্গে অমিত শাহ, জেপি নাড্ডা ও জগদীপ ধনখড়ের বৈঠকের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, 'বাংলা-বিরোধী গ্যাং ফের সক্রিয় হয়েছে।' শুভেন্দুর দাবি, 'কেন্দ্রীয় প্রকল্পে নরেন্দ্র মোদী সরকার ৯০ শতাংশ টাকা দিয়েছে। কিন্তু রাজ্যে ভুয়ো জব কার্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। আধার লিঙ্ক শুরুর পর রাজ্য সরকার এক কোটির বেশি জব কার্ড বাদ দিয়েছে। দশ বছর ধরে এই ভুয়ো জব কার্ডে হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে।' শুভেন্দুর বক্তব্য, স্কুলে নিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি থেকে নজর ঘোরাতে, দুর্নীতির তদন্তে থাকা কেন্দ্রীয় সংস্থার উপরে চাপ তৈরি করতেই তৃণমূলনেত্রী ধর্নায় বসছেন। যদিও শশীর বক্তব্য, 'আধার লিঙ্ক করানোর মাধ্যমে একশো দিনের কাজে যুক্ত ৫৭ শতাংশ মানুষকে কাজ করার সুযোগ থেকে বাদ দেওয়ারই চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রীর নতুন ভারতে শ্রমজীবীদের দুর্দশায় ফেলা হচ্ছে।' নারদ কেলেঙ্কারি থেকে নিজেকে বাঁচাতে বিরোধী দলনেতা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও ফের তোপ দেগেছেন। এই চাপানউতোরের মধ্যেই একশো দিনের কাজে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ এবং তৃণমূল সরকারের 'দুর্নীতি'--এই জোড়া ইস্যুতে আজ, মঙ্গলবার থেকে টানা তিন দিন সারা রাজ্যে মিছিল-মিটিং শুরু করতে চলেছে বামেরা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/U0Lulhe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads